নিউজ ডেস্ক:
ভারত সফরের তৃতীয় দিনে রবিবার আজমির শরিফের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে তিনি জয়পুরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি খাজা মঈনুদ্দিন চিশতীর (র.) মাজার জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রী দুপুরে দিল্লিতে ফিরবেন। বিকালে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে দেখা করবেন। পরে তিনি রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে যোগ দেবেন।