মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরে অস্ত্রের মুখে জিম্মি করে চালকসহ দুই যুবককে বেঁধে রেখে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছেে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০শে মার্চ) সকাল ৯টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় প্রকাশ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা বড়াইগ্রাম উপজেলার বাজিতপুর গ্রামের জনিম উদ্দিনের ছেলে সুমন (২৬) ও মহসিন আলীর ছেলে হাসান আলী (২৯)।
বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, বৃহস্পতিবার সকালে মানিকপুর এলাকায় একটি পুকুর পাড়ে মোটরসাইকেল রেখে মাছের খাবার দিচ্ছিলেন সুমন ও হাসান। এসময় অজ্ঞাত ৫/৬ জন যুবক তাদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এ সময় সুমন ও হাসান চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে তাদের হাত-পায়ের বাধঁন খুলে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে রিপোর্ট তৈরী হওয়া পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।