চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ আওয়ামী লীগের ঘোষিত অবৈধ লকডাউন কর্মসূচির প্রতিবাদে জীবননগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বৃহৎ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ধানের শীষের বিজয়ের পক্ষে স্লোগান দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের নেতা তৌফিকুজ্জামান শ্রাবণ, উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রব্বানী, এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিমন শাহরিয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহফুজুর রহমান, হাবিবুর রহমান, সৈয়দ স্রহস্র, নাইম, জাহিদ হাসাদহ কামিল মাদ্রাসার সহ-সভাপতি একলাছুর রহমান রিফাত, মনোহরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী মুক্তার, সোহান, তুহিন, রনি স্বাধীন, রায়পুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন, জীবনের ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সাইদুজ্জামান অমিত, ওমর ফারুক, হাসিবুল ইসলাম, জাহিদুল ইসলাম, মো. মাহিন, ও শিহাব মন্ডল প্রমুখ।
মিছিল শেষে বক্তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় এমন সরকারের অবৈধ কর্মসূচির বিরুদ্ধে ছাত্রদল মাঠে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের জন্য সর্বাত্মক আন্দোলন অব্যাহত থাকবে।

















































