কয়রা (খুলনা) প্রতিনিধিঃ ফরহাদ হোসাইন
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কতৃক পবিত্র কোরআন শরিফ অবমাননার প্রতিবাদে এবং অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কয়রা উপজেলা হাফেজ কল্যাণ পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১০ টায় কয়রা উপজেলা সদর মসজিদে আবু বক্কর প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। কয়রা উপজেলা সদরের মেইন সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তা মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, কয়রা উপজেলা হাফেজ কল্যান পরিষদের সহ সভাপতি হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম ও সঞ্চালনা করেন, হাফেজ কল্যাণ পরিষদের সেক্রেটারি হাফেজ আব্দুস সালাম মদিনাবাদী।
এসময় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা আমীর ও উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান, উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ সাব্বির হোসেন জিহাদী, হাফেজ রোকনুজ্জামান তাশরীফ, হাফেজ শাহিন আলম সিদ্দিক, হাফেজ মাহমুদুল হাসান, মাওলানা রবিউল জিহাদী, হাফেজ ফরহাদ হোসাইন, হাফেজ আলিফ ফয়সাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান বলেন, পবিত্র কোরআন শরিফ অবমাননা কারীর শাস্তি জনসম্মুখে করতে হবে। মুসলমানদের কলিজায় আগুন লাগিয়ে দিছে আমাদের হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাধিয়ে দেয়ার জন্য কিছু কুলাঙ্গার পাঁইতারা করছে।
আমরা মুসলিম সমাজ আইনের উপর আস্তা রেখে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস মহোদয় কে বলতে চাই, পবিত্র কোরআন শরিফ অবমাননাকারী যেই হোক তাকে ফাঁশিতে ঝুলাইতে হবে না , এ বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।






















































