খুলনা জেলার কয়রা উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামের মুনসুর আলী সরদারের পাশে দাঁড়িয়েছেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। তিনি আজ (মঙ্গলবার) বিকেলে ঢাকায় চিকিৎসাধীন মুনসুর আলীর চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ তার পরিবারের হাতে তুলে দেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে খুলনার টুটপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হন মুনসুর আলী সরদার। এতে তার দুই হাত মারাত্মকভাবে পুড়ে যায়। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা তার দুই হাত কেটে ফেলার পরামর্শ দেন।
এম এ হাসানের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, রাজনৈতিক নেতা হয়েও তিনি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান, যা সমাজে দৃষ্টান্ত হয়ে উঠেছে।