সোমবার | ১২ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী Logo পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, অভিযোগ শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ প্যানেলের  Logo ব্রাকসু নির্বাচনের চতুর্থত বার পুনঃতফসিল ঘোষণা  Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম: পরিদর্শনে উপাচার্য ও উপ-উপাচার্য Logo গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি Logo যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে দুই বছরের অব্যাহিত  Logo বারিষাব ইউনিয়নের ১০৩/৭৭ আল-তৌফিকী সড়ক পাকা ও আধুনিকীকরণের জরুরি প্রয়োজন Logo মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক Logo রাকসুর উদ্যোগে সুপেয় পানির ফিল্টার স্থাপন Logo গণভোট উপলক্ষে পলাশবাড়ীতে গণসচেতনতায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা ও লিফলেট বিতরণ 

সাজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুয়াদ হাসান অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।
ফুয়াদ হাসান বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তার ফেসবুক পোস্টে এ কর্মসূচির কথা ঘোষণা করেন।
তিনি পোস্টে বলেন, “সাজিদ হত্যার বিচার চাই। আগামীকাল দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবো। আমি ১৮ হাজার ইবিয়ান শিক্ষার্থীর একজন হিসেবে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।”
ফুয়াদ আরও বলেন, “৪০ দিন পার হয়েছে, কিন্তু এখনও খুনিরা ধরা পড়েনি। তারা মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, যা আমাদের সবার নিরাপত্তার জন্য বড় হুমকি। আমাদের ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমরা থামবো না।”
সাজিদ আব্দুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। গত ১৭ জুলাই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে শাহ আজশাহ আজিজুর রহমান হলের পুকুরে ফেলে দেয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
শিক্ষার্থীরা দ্রুত বিচার ও খুনিদের ফাঁসিতে ঝুলানোর দাবি জানিয়ে আসছেন। ফুয়াদ বলেন, “আমরা চাই এই আন্দোলন শুধুমাত্র সাজিদের জন্য, কোনো অন্য কর্মসূচি নয়। সবাই মিলিত হয়ে সাজিদের হত্যাকারীদের শাস্তির দাবিতে সামনে আসুন।”
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় এর মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুলাহ’র খুনীদের দ্রুত গ্রেফতার এবং আওয়ামী ফ্যাসিস্ট এর দোষরদের শান্তির দাবীতে আগামীকাল দেড়টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার নেতাকর্মীরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী

সাজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৭:০৩:১৫ অপরাহ্ণ, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুয়াদ হাসান অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।
ফুয়াদ হাসান বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তার ফেসবুক পোস্টে এ কর্মসূচির কথা ঘোষণা করেন।
তিনি পোস্টে বলেন, “সাজিদ হত্যার বিচার চাই। আগামীকাল দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবো। আমি ১৮ হাজার ইবিয়ান শিক্ষার্থীর একজন হিসেবে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।”
ফুয়াদ আরও বলেন, “৪০ দিন পার হয়েছে, কিন্তু এখনও খুনিরা ধরা পড়েনি। তারা মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, যা আমাদের সবার নিরাপত্তার জন্য বড় হুমকি। আমাদের ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমরা থামবো না।”
সাজিদ আব্দুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। গত ১৭ জুলাই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে শাহ আজশাহ আজিজুর রহমান হলের পুকুরে ফেলে দেয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
শিক্ষার্থীরা দ্রুত বিচার ও খুনিদের ফাঁসিতে ঝুলানোর দাবি জানিয়ে আসছেন। ফুয়াদ বলেন, “আমরা চাই এই আন্দোলন শুধুমাত্র সাজিদের জন্য, কোনো অন্য কর্মসূচি নয়। সবাই মিলিত হয়ে সাজিদের হত্যাকারীদের শাস্তির দাবিতে সামনে আসুন।”
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় এর মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুলাহ’র খুনীদের দ্রুত গ্রেফতার এবং আওয়ামী ফ্যাসিস্ট এর দোষরদের শান্তির দাবীতে আগামীকাল দেড়টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার নেতাকর্মীরা।