ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুয়াদ হাসান অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।
ফুয়াদ হাসান বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তার ফেসবুক পোস্টে এ কর্মসূচির কথা ঘোষণা করেন।
তিনি পোস্টে বলেন, “সাজিদ হত্যার বিচার চাই। আগামীকাল দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবো। আমি ১৮ হাজার ইবিয়ান শিক্ষার্থীর একজন হিসেবে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।”
ফুয়াদ আরও বলেন, “৪০ দিন পার হয়েছে, কিন্তু এখনও খুনিরা ধরা পড়েনি। তারা মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, যা আমাদের সবার নিরাপত্তার জন্য বড় হুমকি। আমাদের ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমরা থামবো না।”
সাজিদ আব্দুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। গত ১৭ জুলাই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে শাহ আজশাহ আজিজুর রহমান হলের পুকুরে ফেলে দেয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
শিক্ষার্থীরা দ্রুত বিচার ও খুনিদের ফাঁসিতে ঝুলানোর দাবি জানিয়ে আসছেন। ফুয়াদ বলেন, “আমরা চাই এই আন্দোলন শুধুমাত্র সাজিদের জন্য, কোনো অন্য কর্মসূচি নয়। সবাই মিলিত হয়ে সাজিদের হত্যাকারীদের শাস্তির দাবিতে সামনে আসুন।”
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় এর মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুলাহ’র খুনীদের দ্রুত গ্রেফতার এবং আওয়ামী ফ্যাসিস্ট এর দোষরদের শান্তির দাবীতে আগামীকাল দেড়টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার নেতাকর্মীরা।