ইলমাছ মুভিজ প্রযোজিত ও ইলিয়াস হুসাইন পরিচালিত নতুন সিনেমা ‘লস্কর’-এ দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ চমক। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যামিও চরিত্রে হাজির হবেন তরুণ ও মেধাবী অভিনেতা জাহাঙ্গীর রাজু। ভিন্ন লুকে তার এই উপস্থিতি দর্শকদের চমকে দেবে বলেই আশা নির্মাতাদের।
‘৭১-এর একখণ্ড ইতিহাস’, ‘ধ্বংস মানব’ এবং ‘সত্যের ভাত নেই’—এই তিনটি আলোচিত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেতা জাহাঙ্গীর রাজু দর্শকদের মন জয় করেছেন। তার অভিনয় দক্ষতা ও পরিশ্রম তাকে নির্মাতাদের কাছে এক নির্ভরযোগ্য মুখে পরিণত করেছে।
লস্কর’ সিনেমা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে জাহাঙ্গীর রাজু বলেন, পরিচালক ইলিয়াস হুসাইন ভাইয়ের সঙ্গে এর আগেও একাধিক প্রজেক্টে কাজ করেছি। তাঁর ছোট ছোট গল্পগুলো সবসময়ই দর্শকদের মধ্যে প্রশংসিত হয় এবং জনপ্রিয়তা পায়। এবার সেই ধারাবাহিকতায় একটি বড় পরিসরের কাজ—‘লস্কর’—যোগ হচ্ছে। আমি আশাবাদী, এটি একটি স্মরণীয় সিনেমা হবে ইনশাআল্লাহ।”
ইলমাছ মুভিজ-এর কর্ণধার পরিচালক ইলিয়াস হুসাইন বলেন,“লস্কর একটি কাল্পনিক ইতিহাস ও বাস্তবতার মিশ্রণে নির্মিত সমাজ সচেতন এবং বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র। এতে থাকবে থ্রিল, আবেগ এবং অ্যাকশন—সব মিলিয়ে এক সম্পূর্ণ বিনোদনমূলক প্যাকেজ।”
তিনি আরও বলেন“এই চলচ্চিত্রটি নির্মাণে আমাকে পাশে থেকে সহযোগিতা করছেন প্রতিভাবান ও মেধাবী ব্যক্তিত্ব আশাদুজ্জামান জনি এবং আমার বন্ধু হাসমত হাসু ভাই।
সিনেমার পরিচালক জানান লস্কর” একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ কাজ। এটি শুধু বিনোদন নয়, বরং একটি সামাজিক বার্তা হয়ে দর্শকদের হৃদয়ে দাগ কাটবে।