নিউজ ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়া এলাকায় গত শনিবার বোমা বিস্ফোরণে নিহত ছয় জনের লাশই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত রবিবার চার জনের লাশ হস্তান্তর করা হয়েছিল। গতকাল সোমবার আরও দু’জনের লাশ হস্তান্তর করা হয়।
গতকাল দুপুরে যে দুজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে তারা হলেন- নেত্রকোণার শহীদুল ইসলাম ও সুনামগঞ্জের ছাতকের দয়ারবাজার এলাকার কাদিম শাহ।
গত রবিবার নগরীর জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও আদালতে পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু কায়সার, মহানগর ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম অপু ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিমের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছিল।