৫ বছরের শিশুর টিফিনবক্সে ভদকা, অতঃপর…!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৮:৫৮ অপরাহ্ণ, সোমবার, ২৭ মার্চ ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

৫ বছরের শিশুর টিফিনবক্সে ভদকার পাউচ দেখে স্তম্ভিত স্কুল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে ডাকা হল সেই শিশুর অভিভাবককে। নিজের ভুল স্বীকার করে নিলেন শিশুর মা। তিনি জানালেন, মেয়েকে ফ্রিজ থেকে জুসের প্যাকেট নিতে বলেছিলেন। কিন্তু মেয়ে জুসের প্যাকেটের বদলে ফ্রিজে রাখা ভদকার প্যাকেট টিফিন বক্সে ভরে নেয়। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়াতে।

মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে আরাম করছিলেন তিনি। তখনই চমকে দেওয়ার মতো স্কুল থেকে টেলিফোনটি আসে। মায়ের স্বীকারোক্তির পর তাকে সাবধান করা হয়েছে ঠিকই। কিন্তু সত্যিই যদি শিশুটি সেই ভদকা খেয়ে নিত তাহলে তো কম বিপত্তি হতো। এমনকি সহপাঠীরাও তাঁর টিফিনের অংশীদার হত।

এই ঘটনার পর শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন সেই নারী। এবার থেকে নিজেই মেয়ের টিফিন গুছিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি। আর স্কুল কর্তৃপক্ষও মেনে নিয়েছেন শিশুটি না বুঝেই এই ঘটনা ঘটিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৫ বছরের শিশুর টিফিনবক্সে ভদকা, অতঃপর…!

আপডেট সময় : ১২:৫৮:৫৮ অপরাহ্ণ, সোমবার, ২৭ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

৫ বছরের শিশুর টিফিনবক্সে ভদকার পাউচ দেখে স্তম্ভিত স্কুল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে ডাকা হল সেই শিশুর অভিভাবককে। নিজের ভুল স্বীকার করে নিলেন শিশুর মা। তিনি জানালেন, মেয়েকে ফ্রিজ থেকে জুসের প্যাকেট নিতে বলেছিলেন। কিন্তু মেয়ে জুসের প্যাকেটের বদলে ফ্রিজে রাখা ভদকার প্যাকেট টিফিন বক্সে ভরে নেয়। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়াতে।

মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে আরাম করছিলেন তিনি। তখনই চমকে দেওয়ার মতো স্কুল থেকে টেলিফোনটি আসে। মায়ের স্বীকারোক্তির পর তাকে সাবধান করা হয়েছে ঠিকই। কিন্তু সত্যিই যদি শিশুটি সেই ভদকা খেয়ে নিত তাহলে তো কম বিপত্তি হতো। এমনকি সহপাঠীরাও তাঁর টিফিনের অংশীদার হত।

এই ঘটনার পর শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন সেই নারী। এবার থেকে নিজেই মেয়ের টিফিন গুছিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি। আর স্কুল কর্তৃপক্ষও মেনে নিয়েছেন শিশুটি না বুঝেই এই ঘটনা ঘটিয়েছে।