বুধবার | ১৪ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঘড়ি স্থাপন Logo চাঁদপুর কাচ্চি ডাইন ব্রাঞ্চে র‌্যাফেল জয়ীদের হাতে আনন্দের পুরস্কার” Logo সাতক্ষীরায় দুই আ’লীগ নেতাকে বিএনপিতে যোগদান করিয়ে বিপাকে আহবায়ক কমিটি ! Logo পৌর যুবদলের উদ্যোগে পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়া’র জন্য দোয়া মাহফিল Logo চাঁদপুরে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে – উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা Logo সাতক্ষীরার তালায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু Logo গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জন, মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ Logo সুন্দরবনে হরিণ শিকার রোধে কোস্ট গার্ডের অভিযান, জব্দ বিপুল পরিমাণ মাংস ও ফাঁদ Logo ‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’ Logo শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত

বরেন্দ্র জাদুঘর–ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা, প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওতাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর ও ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ধাপ। স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদের সুরক্ষা ও সংরক্ষণে দক্ষতা উন্নয়নকে লক্ষ্য রেখে শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় এ পর্যায়ের প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এর আগে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীরা সংগ্রহ, সংরক্ষণ, ডিজিটাল নথিভুক্তিকরণ ও লোক ঐতিহ্যের প্রাথমিক সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। অধিকাংশ কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হলেও, হাতে-কলমে প্রশিক্ষণের অংশ হিসেবে ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে দুই দফায় বাংলাদেশ সফর করবেন।

এই ধাপে প্রশিক্ষণের আওতায় থাকছে— দর্শনার্থী ও কমিউনিটি সম্পৃক্তকরণ, সংগ্রহ সংরক্ষণ, তালিকাভুক্তি ও ডিজিটালাইজেশন, বিমূর্ত ঐতিহ্য ও গল্পবলা, নীতিশাস্ত্র ও মেধাস্বত্ব, এবং ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা।

প্রশিক্ষণ পরিচালনায় যুক্ত রয়েছেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রবিন অ্যান্ড্রু কনিংহাম, ড. এমিলি অলডেন উইলিয়ামস, প্রফেসর মার্ক জেমস ম্যানুয়েল, ড. ক্রিস্টোফার ডেভিস এবং ইউল্যাবের প্রফেসর শাহনাজ হুসনে জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। প্রধান বক্তা ছিলেন প্রফেসর শাহনাজ হুসনে জাহান এবং সভাপতিত্ব করেন বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালচারাল প্রোটেকশন ফান্ডের প্রতিনিধি মি. ড্যানিয়েল হেড, প্রশিক্ষক প্রফেসর কনিংহাম ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মি. ডেভিড নক্স।

প্রকল্পের সমন্বয়ে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান ও মো. আসলাম রেজা। এছাড়া রাবি থেকে চারজন শিক্ষার্থী ইন্টার্ন হিসেবে নিযুক্ত হয়েছেন, যারা গবেষণা ও তথ্য প্রক্রিয়াকরণে সহায়তা করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঘড়ি স্থাপন

বরেন্দ্র জাদুঘর–ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা, প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু

আপডেট সময় : ০২:১৬:৩০ অপরাহ্ণ, শনিবার, ১৯ জুলাই ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওতাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর ও ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ধাপ। স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদের সুরক্ষা ও সংরক্ষণে দক্ষতা উন্নয়নকে লক্ষ্য রেখে শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় এ পর্যায়ের প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এর আগে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীরা সংগ্রহ, সংরক্ষণ, ডিজিটাল নথিভুক্তিকরণ ও লোক ঐতিহ্যের প্রাথমিক সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। অধিকাংশ কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হলেও, হাতে-কলমে প্রশিক্ষণের অংশ হিসেবে ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে দুই দফায় বাংলাদেশ সফর করবেন।

এই ধাপে প্রশিক্ষণের আওতায় থাকছে— দর্শনার্থী ও কমিউনিটি সম্পৃক্তকরণ, সংগ্রহ সংরক্ষণ, তালিকাভুক্তি ও ডিজিটালাইজেশন, বিমূর্ত ঐতিহ্য ও গল্পবলা, নীতিশাস্ত্র ও মেধাস্বত্ব, এবং ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা।

প্রশিক্ষণ পরিচালনায় যুক্ত রয়েছেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রবিন অ্যান্ড্রু কনিংহাম, ড. এমিলি অলডেন উইলিয়ামস, প্রফেসর মার্ক জেমস ম্যানুয়েল, ড. ক্রিস্টোফার ডেভিস এবং ইউল্যাবের প্রফেসর শাহনাজ হুসনে জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। প্রধান বক্তা ছিলেন প্রফেসর শাহনাজ হুসনে জাহান এবং সভাপতিত্ব করেন বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালচারাল প্রোটেকশন ফান্ডের প্রতিনিধি মি. ড্যানিয়েল হেড, প্রশিক্ষক প্রফেসর কনিংহাম ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মি. ডেভিড নক্স।

প্রকল্পের সমন্বয়ে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান ও মো. আসলাম রেজা। এছাড়া রাবি থেকে চারজন শিক্ষার্থী ইন্টার্ন হিসেবে নিযুক্ত হয়েছেন, যারা গবেষণা ও তথ্য প্রক্রিয়াকরণে সহায়তা করবেন।