শিরোনাম :
Logo বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা Logo সিন্ডিকেটের নিষেধাজ্ঞা অমান্য করে কুবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo ফিটনেসবিহীন কুবির বিআরটিসি বাসে আগুন Logo চাঁদপুরে টাইফয়েড টিকাদান কর্মশালা অনুষ্ঠিত Logo খুুবি উপাচার্যের সাথে হিট প্রজেক্টপ্রাপ্ত শিক্ষকদের মতবিনিময় Logo চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিটি স্তরে সেবা গ্রহীতাদের স্বস্তি Logo নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন  Logo নারী হেনস্থা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ Logo চাঁদপুর মডেল থানায় ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo ইবি’র দুই নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে কমিটি পুনর্গঠন

চাঁদপুরে টাইফয়েড টিকাদান কর্মশালা অনুষ্ঠিত

টাইফয়েড থেকে বাঁচার জন্যে আমাদের সকলের বিশুদ্ধ পানি পান করতে হবে..সিভিল সার্জন, চাঁদপুর

চাঁদপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষা রাখতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আমাদের আগামীর প্রজন্মকে বাঁচাতে টাইফয়েডের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সকলকে সচেতন করে তুলতে হবে। বিশেষ করে প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এই টিকার আওতায় আনতে হবে। টাইফয়েড যাতে মহামারী আকার ধারণ করতে না পারে, সেজন্যে শীঘ্রই প্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা বলে শিক্ষার্থীদেরকে টাইফয়েড টিকার নিবন্ধনের আওতায় এনে টিকাদান সম্পন্ন করতে হবে। আমাদের দেশের কোনো শিশুই যাতে টাইফয়েড টিকা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে অভিভাবক ও সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে।

সিভিল সার্জন আরও বলেন, অনেকেই করোনা টিকার বিষয়ে সমাজে ভুল তথ্য ছড়িয়ে বেড়াচ্ছেন। করোনা টিকার কারণে স্ক্যাবিস সহ নানা চর্মরোগ রোগ ছড়িয়ে পড়েছে। আমাদের দেশে সুশিক্ষা ও সচেতনতার অভাবই এই কুসংস্কারের জন্যে দায়ী। টাইফয়েড একটি পানিবাহিত রোগ। আমাদের উচিত পানি পানের বিষয়ে আরো সচেতন হওয়া। টাইফয়েড থেকে বাঁচার জন্যে আমাদের সকলের বিশুদ্ধ পানি পান করতে হবে।

চাঁদপুর সদর উপজেলার এমওডিসি ডাঃ শফিকুর রহমানের পরিচালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইলিয়াস হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসেম, চাঁদপুর সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রওসবা নাসরিন রুমু, ডাঃ বিউটি রানী সরকার, ডাঃ নাসরিন পারভীন, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট আজিজুল ইসলাম সবুজ।

প্রসঙ্গ, ভ্যাকসিনটির নাম (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) (TCV)। প্রতিটি শিশুকে ১ ডোজ (০.৫ এমএল) টিকা দেওয়া হবে। এই টিকা প্রাপ্তির বয়সসীমা ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু—যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত (প্লে, নার্সারি থেকে নবম শ্রেণি বা সমমান) এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুরাও অন্তর্ভুক্ত থাকবে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ কর্মদিবসের মধ্যে এই ক্যাম্পেইন সম্পন্ন করা হবে বলে জানা যায়। চাঁদপুর সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী, জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্র, স্কুল ও মাদ্রাসার নির্ধারিত স্থানে এই টিকা কার্যক্রম চলবে।

এ সময় কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন স্কুল মাদ্রাসা শিক্ষক,শিক্ষিকা বৃন্দ, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষা রাখতে টিকাদান কর্মশালয় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

চাঁদপুরে টাইফয়েড টিকাদান কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩৪:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

টাইফয়েড থেকে বাঁচার জন্যে আমাদের সকলের বিশুদ্ধ পানি পান করতে হবে..সিভিল সার্জন, চাঁদপুর

চাঁদপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষা রাখতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আমাদের আগামীর প্রজন্মকে বাঁচাতে টাইফয়েডের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সকলকে সচেতন করে তুলতে হবে। বিশেষ করে প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এই টিকার আওতায় আনতে হবে। টাইফয়েড যাতে মহামারী আকার ধারণ করতে না পারে, সেজন্যে শীঘ্রই প্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা বলে শিক্ষার্থীদেরকে টাইফয়েড টিকার নিবন্ধনের আওতায় এনে টিকাদান সম্পন্ন করতে হবে। আমাদের দেশের কোনো শিশুই যাতে টাইফয়েড টিকা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে অভিভাবক ও সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে।

সিভিল সার্জন আরও বলেন, অনেকেই করোনা টিকার বিষয়ে সমাজে ভুল তথ্য ছড়িয়ে বেড়াচ্ছেন। করোনা টিকার কারণে স্ক্যাবিস সহ নানা চর্মরোগ রোগ ছড়িয়ে পড়েছে। আমাদের দেশে সুশিক্ষা ও সচেতনতার অভাবই এই কুসংস্কারের জন্যে দায়ী। টাইফয়েড একটি পানিবাহিত রোগ। আমাদের উচিত পানি পানের বিষয়ে আরো সচেতন হওয়া। টাইফয়েড থেকে বাঁচার জন্যে আমাদের সকলের বিশুদ্ধ পানি পান করতে হবে।

চাঁদপুর সদর উপজেলার এমওডিসি ডাঃ শফিকুর রহমানের পরিচালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইলিয়াস হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসেম, চাঁদপুর সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রওসবা নাসরিন রুমু, ডাঃ বিউটি রানী সরকার, ডাঃ নাসরিন পারভীন, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট আজিজুল ইসলাম সবুজ।

প্রসঙ্গ, ভ্যাকসিনটির নাম (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) (TCV)। প্রতিটি শিশুকে ১ ডোজ (০.৫ এমএল) টিকা দেওয়া হবে। এই টিকা প্রাপ্তির বয়সসীমা ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু—যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত (প্লে, নার্সারি থেকে নবম শ্রেণি বা সমমান) এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুরাও অন্তর্ভুক্ত থাকবে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ কর্মদিবসের মধ্যে এই ক্যাম্পেইন সম্পন্ন করা হবে বলে জানা যায়। চাঁদপুর সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী, জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্র, স্কুল ও মাদ্রাসার নির্ধারিত স্থানে এই টিকা কার্যক্রম চলবে।

এ সময় কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন স্কুল মাদ্রাসা শিক্ষক,শিক্ষিকা বৃন্দ, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষা রাখতে টিকাদান কর্মশালয় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।