শিরোনাম :
Logo রাজধানীতে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে টেকনাফ প্রেসক্লাবের দোয়া মাহফিল ও আলোচনা সভা Logo বাংলাদেশি না বাঙালি : আমাদের ভবিষ্যৎ কোথায় Logo শিশুদের ঝলসানো শরীর যেন ঝলসানো বাংলাদেশ Logo বিমান বিধ্বস্তে নিহতদের রুহের মাগফিরাত কামনায় কচুয়ায় ওয়ার্ড যুবদলের আয়োজনে দোয়া মাহফিল Logo বিনয়কাঠিতে ছিনতাইয়ের অভিযোগে জনগনের হাতে আটক ২ পুলিশে সোপর্দ Logo পাকিস্তানকে ১৩৪ রানের টার্গেট দিল বাংলাদেশ Logo সাজিদের ইস্যুতে ইবি শিক্ষার্থীদের মৌন অবস্থান, আমরণ অনশনের হুঁশিয়ারি Logo ফিলিপাইনে ভয়াবহ বন্যা Logo ইসরাইলি হামলায় গাজায় নিহত ১৫ Logo বীরগঞ্জে রাস্তার গাছ কাটা ও চাঁদা দাবীর অপরাধে এনসিপি নেতা ও সাবেক ইউপি সদস্য সহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা

এবার স্থায়ী বসবাসের শর্তে কড়াকড়ি ফিনল্যান্ডের

ফিনল্যান্ডে বসবাসরত অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের অনুমতি (Permanent Residency বা PR) পাওয়ার নিয়মকানুন আরও কঠোর করার পরিকল্পনা করছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৫ জুন) এ সংক্রান্ত একটি ঘোষণা দেয় ফিনিশ সরকার। প্রস্তাবিত নতুন নিয়মগুলো কার্যকর হলে ভাষা, চাকরি, আয় এবং সমাজে অন্তর্ভুক্তির প্রমাণ ছাড়া স্থায়ীভাবে বসবাস করা কঠিন হয়ে উঠবে।

অভিবাসন নীতিতে কড়াকড়ি
২০২৩ সালে গঠিত বর্তমান জোট সরকারের অংশীদার হিসেবে রয়েছে অতি-ডানপন্থী ফিনস পার্টি, যারা অভিবাসনবিরোধী অবস্থানে সুস্পষ্ট। এই প্রেক্ষাপটেই স্থায়ী বসবাসের নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনার পথে হাঁটছে সরকার।

বর্তমানে স্থায়ী বাসিন্দা হতে হলে ফিনল্যান্ডে টানা চার বছর বসবাসের শর্ত রয়েছে। তবে নতুন প্রস্তাবে এই সময়সীমা বাড়িয়ে ছয় বছর করার পরিকল্পনা করা হয়েছে।

নতুন নিয়মে কী থাকছে?
সরকারি প্রস্তাবে যেসব পরিবর্তনের কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে:

ভাষা দক্ষতা: আবেদনকারীদের ফিনল্যান্ডের সরকারি ভাষা ফিনিশ অথবা সুইডিশে ‘সন্তোষজনক’ দক্ষতা প্রমাণ করতে হবে।

কর্মজীবনের অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ফিনল্যান্ডে।

সমাজে অন্তর্ভুক্তির প্রমাণ: তিন মাসের বেশি সময় বেকার ভাতা বা সামাজিক সহায়তা গ্রহণ করেননি—এটি প্রমাণ করতে হবে।

বিশেষ ছাড়ের শর্ত
চার বছর পরও কেউ স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে চাইলে, তাকে অন্তত তিনটি শর্ত পূরণ করতে হবে:

বার্ষিক আয় কমপক্ষে ৪০ হাজার ইউরো

ফিনল্যান্ডে স্বীকৃত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং দুই বছরের চাকরির অভিজ্ঞতা

ফিনিশ/সুইডিশ ভাষায় উচ্চ দক্ষতা এবং তিন বছরের চাকরির অভিজ্ঞতা

সরকারের অবস্থান

স্বরাষ্ট্রমন্ত্রী মারি রান্তানেন বলেন, ‘স্থায়ী বসবাসের অনুমতির জন্য সমাজে সফলভাবে অন্তর্ভুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হচ্ছে—ফিনিশ সমাজের নিয়ম মেনে চলা, কাজের প্রতি আন্তরিকতা ও ভাষা শিক্ষায় উৎসাহ প্রদান।’

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব প্রস্তাব আগামীতে পার্লামেন্টে উত্থাপন করা হবে। আইন প্রণেতারা আলোচনার পর বিষয়গুলো আইন হিসেবে অনুমোদন করবেন। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তবে ২০২৬ সালের ৮ জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, এসব কড়াকড়ির কারণে নতুন অভিবাসীদের জন্য ফিনল্যান্ডে স্থায়ী হওয়া আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে। বিশেষ করে যারা শিক্ষার্থী বা অস্থায়ী কর্মী হিসেবে দেশটিতে বসবাস করছেন, তাদের জন্য নতুন নিয়ম কঠিন শর্ত আরোপ করতে পারে।

বর্তমানে ফিনল্যান্ডে অনেক বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থী, কর্মী এবং পরিবার-ভিত্তিক ভিসায় বসবাস করছেন। প্রস্তাবিত নিয়ম কার্যকর হলে তাদের মধ্যে বড় একটি অংশের জন্য পিআর পাওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে টেকনাফ প্রেসক্লাবের দোয়া মাহফিল ও আলোচনা সভা

এবার স্থায়ী বসবাসের শর্তে কড়াকড়ি ফিনল্যান্ডের

আপডেট সময় : ১০:০৮:১২ পূর্বাহ্ণ, শনিবার, ৭ জুন ২০২৫

ফিনল্যান্ডে বসবাসরত অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের অনুমতি (Permanent Residency বা PR) পাওয়ার নিয়মকানুন আরও কঠোর করার পরিকল্পনা করছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৫ জুন) এ সংক্রান্ত একটি ঘোষণা দেয় ফিনিশ সরকার। প্রস্তাবিত নতুন নিয়মগুলো কার্যকর হলে ভাষা, চাকরি, আয় এবং সমাজে অন্তর্ভুক্তির প্রমাণ ছাড়া স্থায়ীভাবে বসবাস করা কঠিন হয়ে উঠবে।

অভিবাসন নীতিতে কড়াকড়ি
২০২৩ সালে গঠিত বর্তমান জোট সরকারের অংশীদার হিসেবে রয়েছে অতি-ডানপন্থী ফিনস পার্টি, যারা অভিবাসনবিরোধী অবস্থানে সুস্পষ্ট। এই প্রেক্ষাপটেই স্থায়ী বসবাসের নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনার পথে হাঁটছে সরকার।

বর্তমানে স্থায়ী বাসিন্দা হতে হলে ফিনল্যান্ডে টানা চার বছর বসবাসের শর্ত রয়েছে। তবে নতুন প্রস্তাবে এই সময়সীমা বাড়িয়ে ছয় বছর করার পরিকল্পনা করা হয়েছে।

নতুন নিয়মে কী থাকছে?
সরকারি প্রস্তাবে যেসব পরিবর্তনের কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে:

ভাষা দক্ষতা: আবেদনকারীদের ফিনল্যান্ডের সরকারি ভাষা ফিনিশ অথবা সুইডিশে ‘সন্তোষজনক’ দক্ষতা প্রমাণ করতে হবে।

কর্মজীবনের অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ফিনল্যান্ডে।

সমাজে অন্তর্ভুক্তির প্রমাণ: তিন মাসের বেশি সময় বেকার ভাতা বা সামাজিক সহায়তা গ্রহণ করেননি—এটি প্রমাণ করতে হবে।

বিশেষ ছাড়ের শর্ত
চার বছর পরও কেউ স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে চাইলে, তাকে অন্তত তিনটি শর্ত পূরণ করতে হবে:

বার্ষিক আয় কমপক্ষে ৪০ হাজার ইউরো

ফিনল্যান্ডে স্বীকৃত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং দুই বছরের চাকরির অভিজ্ঞতা

ফিনিশ/সুইডিশ ভাষায় উচ্চ দক্ষতা এবং তিন বছরের চাকরির অভিজ্ঞতা

সরকারের অবস্থান

স্বরাষ্ট্রমন্ত্রী মারি রান্তানেন বলেন, ‘স্থায়ী বসবাসের অনুমতির জন্য সমাজে সফলভাবে অন্তর্ভুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হচ্ছে—ফিনিশ সমাজের নিয়ম মেনে চলা, কাজের প্রতি আন্তরিকতা ও ভাষা শিক্ষায় উৎসাহ প্রদান।’

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব প্রস্তাব আগামীতে পার্লামেন্টে উত্থাপন করা হবে। আইন প্রণেতারা আলোচনার পর বিষয়গুলো আইন হিসেবে অনুমোদন করবেন। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তবে ২০২৬ সালের ৮ জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, এসব কড়াকড়ির কারণে নতুন অভিবাসীদের জন্য ফিনল্যান্ডে স্থায়ী হওয়া আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে। বিশেষ করে যারা শিক্ষার্থী বা অস্থায়ী কর্মী হিসেবে দেশটিতে বসবাস করছেন, তাদের জন্য নতুন নিয়ম কঠিন শর্ত আরোপ করতে পারে।

বর্তমানে ফিনল্যান্ডে অনেক বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থী, কর্মী এবং পরিবার-ভিত্তিক ভিসায় বসবাস করছেন। প্রস্তাবিত নিয়ম কার্যকর হলে তাদের মধ্যে বড় একটি অংশের জন্য পিআর পাওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে।