টেকনাফ প্রতিনিধি,
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে টেকনাফ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাত ৮ টার দিকে টেকনাফ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সদস্য জিয়াবুল হক এর পরিচালনায় বক্তব্য রাখেন-টেকনাফ প্রেসক্লাবের সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফী, প্রেসক্লাবের সদস্য গিয়াস উদ্দিন ভূলু, সাংবাদিক আরাফাত সানী।
এসময় উপস্থিত ছিলেন, সংবাদকর্মী হাবিবুল ইসলাম, নুরুল আলম, শহীদুল্লাহ, তোফায়েল বিন আজাদ, তৌহিদ উদ্দিন, নাবির আলী। আলোচনা শেষে রাজধানী উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মোনাজাত করেন টেকনাফ প্রেসক্লাবের সদস্য সচিব মাওলানা সাইফুল ইসলাম সাইফী।