শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫১:২১ অপরাহ্ণ, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৭৮০ বার পড়া হয়েছে

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

রোববার এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ৭৫ বছর বয়সী এই প্রধানমন্ত্রী শনিবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অন্ত্রে প্রদাহ ও শরীরে পানিশূন্যতা ধরা পড়ে। ফলে দ্রুত রক্তনালীর মাধ্যমে তরল পদার্থ দেওয়া শুরু হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানায়, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন নিজের বাসভবনে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ পরিচালনা করবেন।এর আগে ২০২৩ সালে নেতানিয়াহুর শরীরে একটি পেসমেকার বসানো হয়। শুধু তাই নয়, গত বছরের শেষ দিকে মূত্রনালির সংক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেট অপসারণ করতে হয়েছিল।

এসব শারীরিক জটিলতা সত্ত্বেও নেতানিয়াহু তার দাপ্তরিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে তার দপ্তর।বিশ্ব রাজনীতির এক বিতর্কিত ও আলোচিত নেতা হিসেবে পরিচিত নেতানিয়াহু বর্তমানে গাজার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশের দায়িত্ব সামলাচ্ছেন। তার হঠাৎ অসুস্থতা ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে কার্যালয়ের আশ্বাস, নেতানিয়াহু পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এবং প্রয়োজনে চিকিৎসক দল তাকে হাসপাতালে নেবেন। আপাতত তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি শিগগিরই কাজে পুরোপুরি ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

আপডেট সময় : ০৭:৫১:২১ অপরাহ্ণ, সোমবার, ২১ জুলাই ২০২৫

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

রোববার এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ৭৫ বছর বয়সী এই প্রধানমন্ত্রী শনিবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অন্ত্রে প্রদাহ ও শরীরে পানিশূন্যতা ধরা পড়ে। ফলে দ্রুত রক্তনালীর মাধ্যমে তরল পদার্থ দেওয়া শুরু হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানায়, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন নিজের বাসভবনে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ পরিচালনা করবেন।এর আগে ২০২৩ সালে নেতানিয়াহুর শরীরে একটি পেসমেকার বসানো হয়। শুধু তাই নয়, গত বছরের শেষ দিকে মূত্রনালির সংক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেট অপসারণ করতে হয়েছিল।

এসব শারীরিক জটিলতা সত্ত্বেও নেতানিয়াহু তার দাপ্তরিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে তার দপ্তর।বিশ্ব রাজনীতির এক বিতর্কিত ও আলোচিত নেতা হিসেবে পরিচিত নেতানিয়াহু বর্তমানে গাজার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশের দায়িত্ব সামলাচ্ছেন। তার হঠাৎ অসুস্থতা ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে কার্যালয়ের আশ্বাস, নেতানিয়াহু পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এবং প্রয়োজনে চিকিৎসক দল তাকে হাসপাতালে নেবেন। আপাতত তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি শিগগিরই কাজে পুরোপুরি ফিরবেন বলে আশা করা হচ্ছে।