নিউজ ডেস্ক:
শুধু মানুষ নয়, ইঁদুরও নেশা করে! অন্তত ভারতের নাগপুর রেল পুলিশ তো তাই দাবি করছে!
নাগপুর রেল স্টেশনের একটি গুদামঘরে, বেশ কিছু বাজেয়াপ্ত জিনিস রাখা ছিল। প্রায় ৫ বছর আগে, মাদকদ্রব্য ও মদের বোতল আটক করে সেখানকার রেল পুলিশ। সম্প্রতি মুম্বাইয়ের একটি ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, সেই সব বেআইনি জিনিসের নথি ঘাঁটতে গিয়ে দেখা যায় যে, মাদকদ্রব্যের প্রায় ২৫ কিলোগ্রাম মারিজুয়ানা ও ২৫টি মদের বোতল কম। কোথায় গেল এসব মাদক?
নাগপুর জিআরপি’র সিনিয়র ইন্সপেক্টর অভয় পনহেকর জানিয়েছেন যে, ঠিক কী পরিমাণ মাদকদ্রব্য ও মদের বোতল গুদামে ছিল, তা তিনি জানেন না। তিনি আরও জানান, রেলের কোনও নিজস্ব গুদাম না থাকায়, স্টেশনের কোনও ঘরের মাটিতেই আটক জিনিস ফেলে রাখা হয়। সেখান থেকে হামেশাই জিনিস নিয়ে যায় ইঁদুর।
পাঁচ বছর আগে আটক হওয়া মদের বোতল ও মারিজুয়ানার প্যাকেট যে ইঁদুরেই সরিয়েছে, সে ব্যাপারে প্রায় নিশ্চিত নাগপুরের জিআরপিএফ। সত্যিই তাই? এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠলেও সিদ্ধান্তে অনঢ় পুলিশ।
তবে মদের বোতলের মুখ খুলে ইঁদুরগুলো কীভাবে নেশা করলো সেই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না।


























































