স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় পৌর এলাকার ফাজিলপুর গ্রামে গলায় ফাঁস নিয়ে নাঈম (৮) নামে এক শিশু আত্মহত্যা করেছে। সে ফাজিলপুর গ্রামের নয়ন শেখের ছেলে ও হিতামপুর মাধ্যমিক বদ্যিালয়ের ছাত্র। বুধবার বিকেলে এঘটনা ঘটে।
জানা গেছে, স্কুলে যাওয়া কে কেন্দ্র করে নাঈম মায়ের উপর অভিমান করে নিজ ঘরে গলায় রশি দেয়। এসময় টের পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
অপর দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামের কুদ্দুস বিশ্বাসের মেয়ে ও কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী স্বপ্না খাতুন (১৫) ছোট ভাইয়ের উপর অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।