শিরোনাম :
Logo ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo হাবিপ্রবিতে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আইইইই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম ২০২৫ Logo সাজিদের মৃত্যু ‘অস্বাভাবিক’ দাবি করে ইবি শিক্ষার্থীদের প্রেস কনফারেন্স Logo শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন Logo জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত Logo খাগড়াছড়ির ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন Logo সাজিদের জানাজা সম্পন্ন, মৃত্যুরহস্য উদঘাটনে তদন্তের ঘোষণা Logo ঊচত এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

তিন ভারতীয়র মৃত্যুদণ্ডাদেশ দিল ইন্দোনেশিয়ার আদালত

মাদক কারবারিতে যুক্ত থাকায় তিন ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন ইন্দোনেশিয়ার একটি আদালত। তারা ইন্দোনেশিয়ার একটি শিপইয়ার্ডে কাজ করতেন।

ওই তিন ভারতীয় হলো- রাজু মুথুকুমারন, সেলবাদুরাই দিনাকরণ ও গোবিন্দাসামী বিমলকন্দ। ২০২৪ সালের জুলাই মাসে ‘ক্রিস্টাল মেথ’ নামের এক বিশেষ মাদক পাচারের অভিযোগে তাদের গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। এরপর কঠোর মাদক আইনের আওতায় ইন্দোনেশিয়ার একটি আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।

এদিকে মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন ভারতীয় নাগরিকের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

আদালতের নির্দেশ, ভারত সরকার যেন দ্রুত কূটনৈতিক স্তরে ইন্দোনেশিয়া সরকারের সঙ্গে আলোচনা শুরু করে এবং সেখানে নিযুক্ত ভারতীয় কনস্যুলেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন ভারতীয় নাগরিকের জন্য জরুরি আইনি সহায়তার ব্যবস্থা করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির স্ত্রীদের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সচিন দত্ত এই নির্দেশ দেন।

আবেদনকারীরা জানান, ইন্দোনেশিয়ার আইনে রায় ঘোষণার সাত দিনের মধ্যেই আপিল করতে হয়।

তবে তারা রায়ের কপি হাতে পান ২৯ এপ্রিল। ফলে সময়ের অভাবে ও আর্থিক দুরবস্থার কারণে তারা আপিল করতে পারছেন না।

আবেদনকারীদের পক্ষে শুনানিতে হাজির ছিলেন প্রবীণ আইনজীবী এস পার্থসারথি এবং কেন্দ্রীয় সরকারের পক্ষে ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কাউন্সিলের অ্যাডভোকেট অশীষ দীক্ষিত।

মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য হয়েছে আগামী ৬ মে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন

তিন ভারতীয়র মৃত্যুদণ্ডাদেশ দিল ইন্দোনেশিয়ার আদালত

আপডেট সময় : ০৫:১৫:০৬ অপরাহ্ণ, শনিবার, ৩ মে ২০২৫

মাদক কারবারিতে যুক্ত থাকায় তিন ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন ইন্দোনেশিয়ার একটি আদালত। তারা ইন্দোনেশিয়ার একটি শিপইয়ার্ডে কাজ করতেন।

ওই তিন ভারতীয় হলো- রাজু মুথুকুমারন, সেলবাদুরাই দিনাকরণ ও গোবিন্দাসামী বিমলকন্দ। ২০২৪ সালের জুলাই মাসে ‘ক্রিস্টাল মেথ’ নামের এক বিশেষ মাদক পাচারের অভিযোগে তাদের গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। এরপর কঠোর মাদক আইনের আওতায় ইন্দোনেশিয়ার একটি আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।

এদিকে মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন ভারতীয় নাগরিকের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

আদালতের নির্দেশ, ভারত সরকার যেন দ্রুত কূটনৈতিক স্তরে ইন্দোনেশিয়া সরকারের সঙ্গে আলোচনা শুরু করে এবং সেখানে নিযুক্ত ভারতীয় কনস্যুলেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন ভারতীয় নাগরিকের জন্য জরুরি আইনি সহায়তার ব্যবস্থা করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির স্ত্রীদের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সচিন দত্ত এই নির্দেশ দেন।

আবেদনকারীরা জানান, ইন্দোনেশিয়ার আইনে রায় ঘোষণার সাত দিনের মধ্যেই আপিল করতে হয়।

তবে তারা রায়ের কপি হাতে পান ২৯ এপ্রিল। ফলে সময়ের অভাবে ও আর্থিক দুরবস্থার কারণে তারা আপিল করতে পারছেন না।

আবেদনকারীদের পক্ষে শুনানিতে হাজির ছিলেন প্রবীণ আইনজীবী এস পার্থসারথি এবং কেন্দ্রীয় সরকারের পক্ষে ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কাউন্সিলের অ্যাডভোকেট অশীষ দীক্ষিত।

মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য হয়েছে আগামী ৬ মে।