মাদক কারবারিতে যুক্ত থাকায় তিন ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন ইন্দোনেশিয়ার একটি আদালত। তারা ইন্দোনেশিয়ার একটি শিপইয়ার্ডে কাজ করতেন।
ওই তিন ভারতীয় হলো- রাজু মুথুকুমারন, সেলবাদুরাই দিনাকরণ ও গোবিন্দাসামী বিমলকন্দ। ২০২৪ সালের জুলাই মাসে ‘ক্রিস্টাল মেথ’ নামের এক বিশেষ মাদক পাচারের অভিযোগে তাদের গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। এরপর কঠোর মাদক আইনের আওতায় ইন্দোনেশিয়ার একটি আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।
এদিকে মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন ভারতীয় নাগরিকের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
আদালতের নির্দেশ, ভারত সরকার যেন দ্রুত কূটনৈতিক স্তরে ইন্দোনেশিয়া সরকারের সঙ্গে আলোচনা শুরু করে এবং সেখানে নিযুক্ত ভারতীয় কনস্যুলেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন ভারতীয় নাগরিকের জন্য জরুরি আইনি সহায়তার ব্যবস্থা করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির স্ত্রীদের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সচিন দত্ত এই নির্দেশ দেন।
আবেদনকারীরা জানান, ইন্দোনেশিয়ার আইনে রায় ঘোষণার সাত দিনের মধ্যেই আপিল করতে হয়।
তবে তারা রায়ের কপি হাতে পান ২৯ এপ্রিল। ফলে সময়ের অভাবে ও আর্থিক দুরবস্থার কারণে তারা আপিল করতে পারছেন না।
আবেদনকারীদের পক্ষে শুনানিতে হাজির ছিলেন প্রবীণ আইনজীবী এস পার্থসারথি এবং কেন্দ্রীয় সরকারের পক্ষে ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কাউন্সিলের অ্যাডভোকেট অশীষ দীক্ষিত।
মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য হয়েছে আগামী ৬ মে।