শিরোনাম :
Logo শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার Logo হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান Logo পলাশবাড়ী কালীবাড়ী বাজারে অবৈধ দখল উচ্ছেদ Logo পলাশবাড়ীতে ইউপি সদস্যের  হাত পা ভেঙ্গে দিয়েছে একদল দুর্বৃত্তরা  Logo ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরেজমিনে ডিজিএম Logo সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন Logo ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া Logo গৌরবের অষ্টম বর্ষে আলোর দিশার পদার্পণে থাকছে নানা আয়োজন Logo শিক্ষার্থীদের রিটেক সমস্যা সমাধানে গাফিলতির অভিযোগ যবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে  Logo নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র”

কাশ্মীরে হামলার নতুন ভিডিও মুহূর্তেই ভাইরাল, যা জানা গেল

কাশ্মীরের পাহালগামে সংঘটিত হামলার সময় পর্যটকদের অসহায়তার একটি নতুন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, পুরুষ, নারী ও শিশুদের একটি দল বৈসারান উপত্যকার মনোরম প্রাকৃতিক পরিবেশে একটি কাশ্মীরি পোশাকের দোকানের চারপাশে জড়ো হয়ে রয়েছে। আর দূর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে।

এখন পর্যন্ত ভারতীয়  হামলাকারীরা মূলত পর্যটকদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল। হামলার পর থেকে একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে, যেগুলোতে আতঙ্কিত পর্যটকদের অসহায়তা এবং সাহসী স্থানীয়দের মানবিকতা ও বীরত্বের দৃশ্য উঠে এসেছে। অনেক স্থানীয় প্রাণের ঝুঁকি নিয়ে পর্যটকদের উদ্ধার করেছেন।

যিনি একমাত্র নিহত স্থানীয়, তিনি ছিলেন একজন ঘোড়ার মালিক ও পর্যটকদের গাইড। হামলার সময় তিনি নিজের দেহ দিয়ে একজন পর্যটককে রক্ষা করার চেষ্টা করেন এবং তখনই গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এই ঘটনার পর সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ-সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—অনির্দিষ্টকালের জন্য সিন্ধু পানি চুক্তি স্থগিত, অটারি সীমান্ত বন্ধ করে দেওয়া এবং ভারতে অবস্থানরত সকল পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল।

যদিও এখনো পর্যন্ত সামরিক অভিযানের বিষয়ে কোনো সরকারি ঘোষণা আসেনি, তবে এটি সম্ভাবনার বাইরে নয়। গত সপ্তাহে ভারতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সামরিক পদক্ষেপ নিয়ে সরাসরি আলোচনা না হলেও, কড়া অবস্থানের ব্যাপারে ঐকমত্য তৈরি হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

কাশ্মীরে হামলার নতুন ভিডিও মুহূর্তেই ভাইরাল, যা জানা গেল

আপডেট সময় : ০১:০৭:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
কাশ্মীরের পাহালগামে সংঘটিত হামলার সময় পর্যটকদের অসহায়তার একটি নতুন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, পুরুষ, নারী ও শিশুদের একটি দল বৈসারান উপত্যকার মনোরম প্রাকৃতিক পরিবেশে একটি কাশ্মীরি পোশাকের দোকানের চারপাশে জড়ো হয়ে রয়েছে। আর দূর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে।

এখন পর্যন্ত ভারতীয়  হামলাকারীরা মূলত পর্যটকদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল। হামলার পর থেকে একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে, যেগুলোতে আতঙ্কিত পর্যটকদের অসহায়তা এবং সাহসী স্থানীয়দের মানবিকতা ও বীরত্বের দৃশ্য উঠে এসেছে। অনেক স্থানীয় প্রাণের ঝুঁকি নিয়ে পর্যটকদের উদ্ধার করেছেন।

যিনি একমাত্র নিহত স্থানীয়, তিনি ছিলেন একজন ঘোড়ার মালিক ও পর্যটকদের গাইড। হামলার সময় তিনি নিজের দেহ দিয়ে একজন পর্যটককে রক্ষা করার চেষ্টা করেন এবং তখনই গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এই ঘটনার পর সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ-সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—অনির্দিষ্টকালের জন্য সিন্ধু পানি চুক্তি স্থগিত, অটারি সীমান্ত বন্ধ করে দেওয়া এবং ভারতে অবস্থানরত সকল পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল।

যদিও এখনো পর্যন্ত সামরিক অভিযানের বিষয়ে কোনো সরকারি ঘোষণা আসেনি, তবে এটি সম্ভাবনার বাইরে নয়। গত সপ্তাহে ভারতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সামরিক পদক্ষেপ নিয়ে সরাসরি আলোচনা না হলেও, কড়া অবস্থানের ব্যাপারে ঐকমত্য তৈরি হয়।