জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরির চেষ্টা চলছে। এর মূল লক্ষ্য একটি জাতীয় সনদে উপনীত হওয়া।
ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে শনিবার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনায় এ কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে, তা নষ্ট হতে দেওয়া যাবে না।
বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে অন্য কোনা রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করে না দলটি।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে সংস্কার প্রক্রিয়া সফল করতে যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত দলটি।