জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে “সংগ্রামের শত রঙ” নামে জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণের জন্য আলোকচিত্রী প্রদর্শনী হয়েছে।আজ বুধবার সকাল ১০ টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে সন্ধ্যা পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আলোকচিত্রী তানি জেসমিনের একক আলোকচিত্রে জুলাই বিপ্লবের গল্প “সংগ্রামের শত রঙ” নামে এই প্রদর্শনী হয়। মূলত জুলাইকে ধারণ করে ও জুলাইয়ের ইতিহাস যাতে বিকৃত না হয় এবং সঠিক তথ্য ও ইতিহাস যাতে তরুণ প্রজন্মের কাছে পৌঁছায় এই লক্ষ্যে বন্ধুসভা এই আয়োজন করেন।
আয়োজকদের সূত্রে জানা যায়, জুলাই বিপ্লবের ১৭০টির অধিক ছবি নিয়ে এক্সিবিশন করা হয়েছে পাশাপাশি দেখানো হয় জুলাই বিপ্লবের আলোকচিত্র ভিডিও। এছাড়া ছবি দিয়ে একটি বইও লেখা হয়েছে নাম “অরুণ পাতের তরুণ দল”।
এ বিষয়ে জাবি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালমান হাসান বলেন, “আপনারা জানেন যে জুলাইনে আন্দোলনের আজকের প্রায় ৬-৭ মাস পার হয়ে গেছে কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় জুলাইয়ের ছবি বিভিন্নভাবে এডিট করে বিকৃত করা হচ্ছে, তাই তাই জুলাইয়ের প্রকৃত ছবি এবং ভিডিও যেগুলো আছে তার সংরক্ষণের জন্যই আমাদের এই ফটো এক্সিবিশন করা। তাছাড়া জুলাই আন্দোলনে যেহেতু স্টুডেন্টদের ভূমিকে অনেক বেশি ছিল, তাই বর্তমান স্টুডেন্টরা যেন সেগুলো দেখতে পারে। এই ফটো এক্সিবিশনের ছবিগুলো আমাদের ফটোগ্রাফার ম্যাম তানিয়া জেসমিনের তোলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা থেকে আমরা এমন একটা আয়োজন করতে পেরে খুবই খুশি।
এছাড়া বন্ধু সভার ট্রেনিং সেক্রেটারি মারজান মাহজাবিন প্রীতি বলেন, আজকে আমাদের এই ফটো এক্সিবিশনটা প্রায় ১৭০ প্লাস ছবি নিয়ে করা। এই এক্সিবিশনটা আমরা জুলাইকে কেন্দ্র করে করেছি। আমাদের এই এক্সিবিনের মূল লক্ষ্য হলো জুলাই ইতিহাস রক্ষা করা। বর্তমানে জুলাই আন্দোলন এর ইতিহাস বিকৃত হচ্ছে বিভিন্ন জায়গায়,তাই আমরা সমস্ত শ্রেণীর পেশার মানুষের কাছে জুলাইয়ের প্রকৃত ইতিহাস তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা জুলাই কে ধারণ করি এবং আমরা আমাদের জায়গা থেকে জুলাই এর প্রকৃতি ইতিহাস সমস্ত মানুষের কাছে তুলে ধরার জন্যই আমাদের ফটো এক্সিবিশন করা।
বুধবার
২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ