ডিবি প্রধানকে সরিয়ে দেয়ার সাথে মডেল মেঘনা আলমের ঘটনার সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এটা রুটিন প্রক্রিয়া বলেও স্পষ্ট করেন তিনি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর অনেক অপরাধীকেই আটক করা হয়েছে। এর মধ্যে বড় অপরাধীও রয়েছে। তবে বড় অপরাধী অনেকে এখনও জালে ধরা পড়েনি। আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় তারাও গ্রেপ্তার হবে।
উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি উৎসব পালনে। দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা, তারা সরকারকে সহায়তা করেছে।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বখস বলেন, মডেল মেঘনাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়নি। মডেল মেঘনা আলমের এই ঘটনা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তাই এটা নিয়ে কথা বলা ঠিক হবে না।