তিন কারা কর্মকর্তার শরীরে গরম তেল ঢেলে ছুরিকাঘাত করেছে ম্যানচেস্টারের এরিনায় বোমা হামলায় অভিযুক্ত হাশেম আবেদি (২৮) নামে এক কয়েদি। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের ডারহাম কারাগারে। এতে দুজন পুরুষ ও এক নারী কর্মকর্তা আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য সান।
এ ঘটনায় গুরুতর পোড়া ও ছুরিকাঘাতে জখম নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই পুরুষ কর্মকর্তা।
প্রিজন অফিসার্স অ্যাসোসিয়েশনের (পিওএ) তথ্যানুযায়ী, ডারহাম কারাগারে ব্রিটেনের সবচেয়ে বিপজ্জনক আসামিদের রাখা হয়েছে। ২০১৭ সালের ২২ মে ম্যানচেস্টারের এরিনায় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতী বোমা হামলা করে সালমান আবেদি ও তার ভাই হাশেম আবেদি। এতে ২২ জন নিহত হন। আহত হন এক হাজার ১৭ জন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ম্যানচেস্টার এরিনা হামলায় ২২ জনকে হত্যা ও অন্য সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে আবেদিকে ২০২০ সালে সর্বনিম্ন ৫৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে ২০২২ সালে এইচএমপি বেলমার্শ কর্মকর্তাদের ওপর আক্রমণের অভিযোগে আরও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।





































