শিরোনাম :
Logo জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন ট্রাম্প Logo পাকিস্তান থেকে ইরানে প্রবেশের চেষ্টা, ৩৩ বাংলাদেশি গ্রেপ্তার Logo অল স্টার দলে খেলবেন না মেসি-আলবা, পেতে পারেন শাস্তি Logo কচুয়ায় সফিবাদে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী Logo ২০২৫ সালে নেইমার : গোল ৪, তর্কে জড়ানো ৫ Logo কম্বোডিয়ার রকেট হামলায় ৩ জন আহত Logo সুন্দরবনের গহীনে বন বিভাগের অভিযান ৮শ কেজি চিংড়ি মাছ সহ ১ টি ট্রলার জব্দ Logo কচুয়ার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত Logo কয়রায় তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবীতে চাঁদপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পহেলা বৈশাখে রাজধানীসহ বিভিন্ন জেলায় বৃষ্টির আভাস

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:৪৮:৫৭ অপরাহ্ণ, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৭৩৮ বার পড়া হয়েছে
আগামী ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, বান্দরবান ও বাগেরহাট জেলাসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ও সিতাকুণ্ডে ৩৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যৌথভাবে রংপুরের রাজারহাট, ডিমলা এবং রাজশাহীর বদলগাছিতে ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যৌথভাবে রংপুর ও রাজারহাটে ৩১ মিলিমিটার/মিমি।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬ থেকে ১২ কিলোমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৭ মিনিটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন ট্রাম্প

পহেলা বৈশাখে রাজধানীসহ বিভিন্ন জেলায় বৃষ্টির আভাস

আপডেট সময় : ০১:৪৮:৫৭ অপরাহ্ণ, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
আগামী ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, বান্দরবান ও বাগেরহাট জেলাসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ও সিতাকুণ্ডে ৩৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যৌথভাবে রংপুরের রাজারহাট, ডিমলা এবং রাজশাহীর বদলগাছিতে ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যৌথভাবে রংপুর ও রাজারহাটে ৩১ মিলিমিটার/মিমি।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬ থেকে ১২ কিলোমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৭ মিনিটে।