সুরা বালাদ, শামস ও লায়ল
১. সম্পদের অন্যায় ব্যবহার কোরো না। (বালাদ : ৬-৭)
২. দেহ-প্রত্যঙ্গ আল্লাহর দান। তাই মানুষ চাইলেই তার অপব্যবহার করতে পারে না। (বালাদ : ৮-১০)
৩. দুর্ভিক্ষে খাদ্যদান করো। (বালাদ : ১২-১৬)
৪. মুমিন পরস্পরকে সাহস যোগায়। (বালাদ : ১৭-১৮)
৫. আত্মশুদ্ধি অর্জনকারীই সফল। (শামস : ৯-১০)
৬. মানুষের কর্মপ্রচেষ্টা বিভিন্ন। (লায়ল : ৩-৪)
৭. কার্পণ্য জীবনকে কঠিন করে। (লায়ল : ৮-১০)
৮. দান আত্মাকে পরিশুদ্ধ করে। (লায়ল : ১৮-১৯)
সুরা দুহা, তীন ও আলাক
১. মুমিন সুদিনের আশা রাখে। (দুহা : ৩-৪)
২. এতিমকে আশ্রয় দাও। (দুহা : ৬)
৩. সাহায্যপ্রার্থীর প্রতি কঠোর হয়ো না। (দুহা : ৯-১০)
৪. কর্মদোষে মানুষ হীনতমে পরিণত হয়। (তীন : ৪-৫)
৫. পাঠ করো মহান স্রষ্টা আল্লাহর নামে। (আলাক : ১)
৬. নামাজে বাধা দিয়ো না। (আলাক : ৯-১০)
সুরা কাদর, বাইয়িনা ও জিলজাল
১. কদরের রাতের মর্যাদা হাজার মাসের চেয়ে বেশি। (কাদর : ১-৩)
২. কোরআন মানুষকে সঠিক বিধান দিয়েছে। (বাইয়িনা : ২-৩)
৩. বিশুদ্ধ মনে আল্লাহর ইবাদত করো। (বাইয়িনা : ৫)
৪. কিয়ামতে মানুষ বিভিন্ন শ্রেণিতে বিভক্ত হবে। (জিলজাল : ৬)
৫. অণু পরিমাণ পাপেরও হিসাব হবে। (জিলজাল : ৭-৮)
সুরা আদিয়াত, কারিআ ও তাকাসুর
১. সম্পদে আসক্ত হয়ো না। (আদিয়াত : ৮-৯)
২. নেকের পাল্লা ভারি করো। (কারিআ : ৬-৭)
৩. প্রাচুর্যের প্রতিযোগিতা কোরো না। (তাকাসুর : ১-২)
৪. জ্ঞান মানুষকে মোহমুক্ত করে। (তাকাসুর : ৫)
আসর, হুমাজা, ফিল, কুরাইশ ও মাউন
১. ধৈর্য মানুষকে ক্ষতিমুক্ত রাখে। (আসর : ২-৩)
২. মানুষের নিন্দা কোরো না। (হুমাজা : ১)
৩. অর্থ মানুষকে অমর করে না। (হুমাজা : ৬-৮)
৪. আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ধ্বংস করেন। (ফিল : ১-২)
৫. নিরাপত্তা আল্লাহর হাতে। (কুরাইশ : ৩-৪)
৬. অভাবগ্রস্তকে খাদ্য দাও। (মাউন : ৩)
৭. লোক দেখানোর জন্য ইবাদত কোরো না। (মাউন : ৪-৬)
সুরা কাউসার, কাফিরুন ও নাসর
১. কোরবানি করো আল্লাহর নামে। (কাউসার : ১-২)
২. ইসলামের ওপর অটল থাকো। (কাফিরুন : ৫-৬)
৩. আল্লাহর সাহায্যে দ্বিন অগ্রসর হয়। (নাসর : ১-২)
৪. আল্লাহর মহিমা ঘোষণা করো। (নাসর : ৩)
লাহাব, ইখলাস, ফালাক ও নাস
১. সম্পদ আল্লাহর শাস্তি রোধ করতে পারে না। (লাহাব : ১-৩)
২. কেউ আল্লাহর সমতুল্য নয়। (ইখলাস : ৩-৪)
৩. আল্লাহর আশ্রয় কামনা কোরো। (ফালাক : ১-২)
৪. অন্ধকার রাতের অনিষ্ট থেকে বাঁচো। (ফালাক : ৩)
৫. হিংসুকের হিংসা থেকে সাবধান। (ফালাক : ৫)
৬. কুমন্ত্রণাদাতা থেকে আত্মরক্ষা করো। (নাস : ৪)
৭. কুমন্ত্রণা দেয় মানুষ ও জিন। (নাস : ৫-৬)