সোমবার | ১৯ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা Logo সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, তোপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের

বাড়ির ওপর ভেঙে পড়ল প্লেন, সব আরোহী নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে একটি বাড়ির ওপর পড়লে আগুন ধরে যায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে আইওয়া থেকে উড্ডয়ন করে এবং পরে মিনেসোটার ব্রুকলিন পার্কের এক আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

বিমানটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা এখনও পরিষ্কার নয়, তবে ব্রুকলিন পার্কের ফায়ার চিফ শন কনওয়ে নিশ্চিত করেছেন যে বিমানের সকল আরোহী নিহত হয়েছেন। তবে সৌভাগ্যবশত, বিধ্বস্ত হওয়া বাড়ির কোনো বাসিন্দা হতাহত হননি।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করবে। সংস্থাটি রোববার ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।

এক বিবৃতিতে এনটিএসবি জানিয়েছে, একবার ঘটনাস্থলে পৌঁছানোর পর, তদন্তকারীরা দুর্ঘটনার স্থান নথিভুক্ত করার পাশাপাশি বিমানটি পরীক্ষা করবেন। পরবর্তীতে, বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে আরও বিস্তারিত বিশ্লেষণ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত হওয়া বাড়িটি দাউদাউ করে জ্বলছে, আর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

ফায়ার চিফ কনওয়ে বলেছেন, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো বাড়িটি আগুনে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়ে।

ব্রুকলিন পার্ক মিনেসোটার রাজধানী মিনিয়াপোলিসের একটি শহরতলি, যেখানে প্রায় ৮২ হাজার বাসিন্দা বাস করেন।

মিনেসোটার গভর্নর টিম ওয়াল্টজ বলেছেন, আমাদের দল ব্রুকলিন পার্কের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

তিনি আরও বলেন, প্রথম প্রতিক্রিয়াকারীরা যে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দায়িত্ব পালন করছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ও অল্পের জন্য রক্ষা পাওয়া ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এপি জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিভিন্ন ফেডারেল সংস্থার বাজেটে কাটছাঁট করেছিল, যার ফলে বিমান নিরাপত্তা নিশ্চিত করা কর্মীদের শত শত চাকরি হারাতে হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী

বাড়ির ওপর ভেঙে পড়ল প্লেন, সব আরোহী নিহত

আপডেট সময় : ১২:৩২:০২ অপরাহ্ণ, রবিবার, ৩০ মার্চ ২০২৫
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে একটি বাড়ির ওপর পড়লে আগুন ধরে যায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে আইওয়া থেকে উড্ডয়ন করে এবং পরে মিনেসোটার ব্রুকলিন পার্কের এক আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

বিমানটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা এখনও পরিষ্কার নয়, তবে ব্রুকলিন পার্কের ফায়ার চিফ শন কনওয়ে নিশ্চিত করেছেন যে বিমানের সকল আরোহী নিহত হয়েছেন। তবে সৌভাগ্যবশত, বিধ্বস্ত হওয়া বাড়ির কোনো বাসিন্দা হতাহত হননি।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করবে। সংস্থাটি রোববার ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।

এক বিবৃতিতে এনটিএসবি জানিয়েছে, একবার ঘটনাস্থলে পৌঁছানোর পর, তদন্তকারীরা দুর্ঘটনার স্থান নথিভুক্ত করার পাশাপাশি বিমানটি পরীক্ষা করবেন। পরবর্তীতে, বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে আরও বিস্তারিত বিশ্লেষণ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত হওয়া বাড়িটি দাউদাউ করে জ্বলছে, আর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

ফায়ার চিফ কনওয়ে বলেছেন, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো বাড়িটি আগুনে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়ে।

ব্রুকলিন পার্ক মিনেসোটার রাজধানী মিনিয়াপোলিসের একটি শহরতলি, যেখানে প্রায় ৮২ হাজার বাসিন্দা বাস করেন।

মিনেসোটার গভর্নর টিম ওয়াল্টজ বলেছেন, আমাদের দল ব্রুকলিন পার্কের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

তিনি আরও বলেন, প্রথম প্রতিক্রিয়াকারীরা যে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দায়িত্ব পালন করছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ও অল্পের জন্য রক্ষা পাওয়া ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এপি জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিভিন্ন ফেডারেল সংস্থার বাজেটে কাটছাঁট করেছিল, যার ফলে বিমান নিরাপত্তা নিশ্চিত করা কর্মীদের শত শত চাকরি হারাতে হয়।