শিরোনাম :
Logo বীরগঞ্জে ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ ও ১টি ইউনিয়ন শিশু শ্রম মুক্ত ঘোষণা Logo ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা Logo পিয়াস আফ্রিদির উদ্যোগে চিত্রনায়ক ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের পথচলা Logo প্রান্তিক মানুষের আস্থার নাম সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিক Logo ইবিতে সিরাতুন নবি (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী Logo ইবি ক্যাম্পাসে তালিকাভুক্ত নয় এমন  সংগঠনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা Logo সুন্দরবনের বিনা পাশে প্রবেশ করায় তিন জেলা কটক  Logo খুবি রিসার্চ সোসাইটির নতুন নেতৃত্বে বকসী-গৌর Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় চালানো এই হামলায় দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

প্রায় এক বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত চলার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এই প্রথমবারের মতো সেই চুক্তি ভেঙে হামলা চালাল ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শনিবার লেবানন থেকে ছোড়া ছয়টি রকেট ইসরায়েল লক্ষ্য করে আসে, যার মধ্যে তিনটি সীমান্ত অতিক্রম করেছিল। এর জবাবে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালানো হয়।

তবে হিজবুল্লাহ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, তারা কোনো হামলা চালায়নি এবং যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে। উল্লেখযোগ্যভাবে, শনিবারের রকেট হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছেন বিনত জাবেলি ও তুলিনে, এবং পাঁচজন নিহত হয়েছেন বন্দরনগরী টায়ারে।

লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানায়, বিমান হামলার পাশাপাশি কামান থেকে ব্যাপক গোলাবর্ষণও করেছে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকরা মনে করছেন, লেবাননের সরকারকে চাপে ফেলতে ইসরায়েল এই হামলা চালাচ্ছে।

গত সোমবার গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। পাঁচদিনের এই হামলায় ৬৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে দুই শতাধিক শিশু রয়েছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে। তবে, গাজার পর এবার লেবাননে হামলা চালিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে নেতানিয়াহুর সরকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ ও ১টি ইউনিয়ন শিশু শ্রম মুক্ত ঘোষণা

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

আপডেট সময় : ০২:০১:৪১ অপরাহ্ণ, রবিবার, ২৩ মার্চ ২০২৫
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় চালানো এই হামলায় দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

প্রায় এক বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত চলার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এই প্রথমবারের মতো সেই চুক্তি ভেঙে হামলা চালাল ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শনিবার লেবানন থেকে ছোড়া ছয়টি রকেট ইসরায়েল লক্ষ্য করে আসে, যার মধ্যে তিনটি সীমান্ত অতিক্রম করেছিল। এর জবাবে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালানো হয়।

তবে হিজবুল্লাহ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, তারা কোনো হামলা চালায়নি এবং যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে। উল্লেখযোগ্যভাবে, শনিবারের রকেট হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছেন বিনত জাবেলি ও তুলিনে, এবং পাঁচজন নিহত হয়েছেন বন্দরনগরী টায়ারে।

লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানায়, বিমান হামলার পাশাপাশি কামান থেকে ব্যাপক গোলাবর্ষণও করেছে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকরা মনে করছেন, লেবাননের সরকারকে চাপে ফেলতে ইসরায়েল এই হামলা চালাচ্ছে।

গত সোমবার গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। পাঁচদিনের এই হামলায় ৬৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে দুই শতাধিক শিশু রয়েছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে। তবে, গাজার পর এবার লেবাননে হামলা চালিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে নেতানিয়াহুর সরকার।