বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় চালানো এই হামলায় দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

প্রায় এক বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত চলার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এই প্রথমবারের মতো সেই চুক্তি ভেঙে হামলা চালাল ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শনিবার লেবানন থেকে ছোড়া ছয়টি রকেট ইসরায়েল লক্ষ্য করে আসে, যার মধ্যে তিনটি সীমান্ত অতিক্রম করেছিল। এর জবাবে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালানো হয়।

তবে হিজবুল্লাহ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, তারা কোনো হামলা চালায়নি এবং যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে। উল্লেখযোগ্যভাবে, শনিবারের রকেট হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছেন বিনত জাবেলি ও তুলিনে, এবং পাঁচজন নিহত হয়েছেন বন্দরনগরী টায়ারে।

লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানায়, বিমান হামলার পাশাপাশি কামান থেকে ব্যাপক গোলাবর্ষণও করেছে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকরা মনে করছেন, লেবাননের সরকারকে চাপে ফেলতে ইসরায়েল এই হামলা চালাচ্ছে।

গত সোমবার গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। পাঁচদিনের এই হামলায় ৬৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে দুই শতাধিক শিশু রয়েছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে। তবে, গাজার পর এবার লেবাননে হামলা চালিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে নেতানিয়াহুর সরকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

আপডেট সময় : ০২:০১:৪১ অপরাহ্ণ, রবিবার, ২৩ মার্চ ২০২৫
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় চালানো এই হামলায় দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

প্রায় এক বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত চলার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এই প্রথমবারের মতো সেই চুক্তি ভেঙে হামলা চালাল ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শনিবার লেবানন থেকে ছোড়া ছয়টি রকেট ইসরায়েল লক্ষ্য করে আসে, যার মধ্যে তিনটি সীমান্ত অতিক্রম করেছিল। এর জবাবে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালানো হয়।

তবে হিজবুল্লাহ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, তারা কোনো হামলা চালায়নি এবং যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে। উল্লেখযোগ্যভাবে, শনিবারের রকেট হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছেন বিনত জাবেলি ও তুলিনে, এবং পাঁচজন নিহত হয়েছেন বন্দরনগরী টায়ারে।

লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানায়, বিমান হামলার পাশাপাশি কামান থেকে ব্যাপক গোলাবর্ষণও করেছে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকরা মনে করছেন, লেবাননের সরকারকে চাপে ফেলতে ইসরায়েল এই হামলা চালাচ্ছে।

গত সোমবার গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। পাঁচদিনের এই হামলায় ৬৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে দুই শতাধিক শিশু রয়েছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে। তবে, গাজার পর এবার লেবাননে হামলা চালিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে নেতানিয়াহুর সরকার।