বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৪৪:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৭৬২ বার পড়া হয়েছে

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বুধবার (১৯ মার্চ) মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসে প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের কাছে তার আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেন।

এসময় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইনবাউমকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। এছাড়াও মেক্সিকোর প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে আমন্ত্রণও জানান তিনি।

রাষ্ট্রদূত মুশফিকুল তার মেয়াদকালে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, চলতি বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদ্‌যাপনের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। এটি বাণিজ্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

মুশফিকুল ফজল প্রেসিডেন্ট শেইনবাউমের কাছে ঢাকায় একটি মেক্সিকান দূতাবাস স্থাপনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার অনুরোধ জানান। এ উদ্যোগ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

অপরদকে, প্রেসিডেন্ট শেইনবাউম রাষ্ট্রদূত মুশফিকুল ফজলকে উষ্ণ অভ্যর্থনা জানান। পাশাপাশি তার কূটনৈতিক দায়িত্ব পালনে মেক্সিকো সরকারের পূর্ণ সহায়তার আশ্বাসও দেন। বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বন্ধুত্ব আরও গভীর করার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার ইচ্ছেও প্রকাশ করেন ক্লাউডিয়া শেইনবাউম।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল প্রেসিডেন্টের দপ্তর ও সরকারি বাসভবন ন্যাশনাল প্যালেস পরিদর্শন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর

আপডেট সময় : ১২:৪৪:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বুধবার (১৯ মার্চ) মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসে প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের কাছে তার আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেন।

এসময় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইনবাউমকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। এছাড়াও মেক্সিকোর প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে আমন্ত্রণও জানান তিনি।

রাষ্ট্রদূত মুশফিকুল তার মেয়াদকালে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, চলতি বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদ্‌যাপনের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। এটি বাণিজ্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

মুশফিকুল ফজল প্রেসিডেন্ট শেইনবাউমের কাছে ঢাকায় একটি মেক্সিকান দূতাবাস স্থাপনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার অনুরোধ জানান। এ উদ্যোগ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

অপরদকে, প্রেসিডেন্ট শেইনবাউম রাষ্ট্রদূত মুশফিকুল ফজলকে উষ্ণ অভ্যর্থনা জানান। পাশাপাশি তার কূটনৈতিক দায়িত্ব পালনে মেক্সিকো সরকারের পূর্ণ সহায়তার আশ্বাসও দেন। বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বন্ধুত্ব আরও গভীর করার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার ইচ্ছেও প্রকাশ করেন ক্লাউডিয়া শেইনবাউম।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল প্রেসিডেন্টের দপ্তর ও সরকারি বাসভবন ন্যাশনাল প্যালেস পরিদর্শন করেন।