এবার জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ‘খুব ভালো’ ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে প্রায় এক ঘণ্টার ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেড় ঘণ্টার এক ফোনালাপে যোগ দিয়েছিলেন ট্রাম্প। একদিন পর আজ বুধবার (১৯ মার্চ) জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন এ খবর জানিয়েছে।

ট্রাম্প এই ফোন আলাপকে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেছেন। ফোনালাপের বেশিরভাগ বিষয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগের দিন হওয়া আলোচনা কেন্দ্রিক ছিল।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমরা খুবই সঠিক পথে আছি।’

এদিকে, জেলেনস্কি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, পুতিন কার্যকরভাবে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি জ্বালানি অবকাঠামোর ওপর যুদ্ধবিরতির বিষয়ে আরও বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেছেন।

ফোনালাপের পর ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে আলোচনার মূল বিষয়গুলোর নির্ভুল বিবরণ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি শিগগিরই প্রকাশিত হবে।

ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে শক্তি অবকাঠামো লক্ষ্যবস্তুতে আক্রমণ সাময়িকভাবে বন্ধ রাখবে, তবে পুতিন একটি ব্যাপক যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হননি। এর কয়েক ঘণ্টার মধ্যেই, ইউক্রেন ও রাশিয়া আকাশপথে হামলা বিনিময় করেছে।

ট্রাম্প এবং জেলেনস্কির এই ফোনালাপটি ঘটে সেদিন, যখন হোয়াইট হাউস বলেছিল, তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক মাসের জন্য শক্তি অবকাঠামোর ওপর হামলা বন্ধ করার জন্য একটি বিরতির চুক্তি করেছে।

বুধবার সকালে জেলেনস্কি বলেন, মস্কো গত রাতেই শক্তি অবকাঠামোসহ অন্যান্য লক্ষ্যমাত্রা’ স্থির করে ইউক্রেনে ১৪৫টি ড্রোন, চারটি ক্রুজ মিসাইল এবং দুটি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে, যার মধ্যে দুটি হাসপাতালও রয়েছে।

‘পুতিনের কথা বাস্তবতার সাথে মিলছে না,’ বলেন জেলেনস্কি।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন দেশটির দক্ষিণ ক্রাসনোদার অঞ্চলের রাশিয়ান তেল অবকাঠামোর ওপর আক্রমণ চালিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলির মাধ্যমে ক্রেমলিন জানিয়েছে, এই আক্রমণ ট্রাম্প এবং পুতিনের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এবার জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ‘খুব ভালো’ ফোনালাপ

আপডেট সময় : ১২:১২:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে প্রায় এক ঘণ্টার ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেড় ঘণ্টার এক ফোনালাপে যোগ দিয়েছিলেন ট্রাম্প। একদিন পর আজ বুধবার (১৯ মার্চ) জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন এ খবর জানিয়েছে।

ট্রাম্প এই ফোন আলাপকে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেছেন। ফোনালাপের বেশিরভাগ বিষয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগের দিন হওয়া আলোচনা কেন্দ্রিক ছিল।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমরা খুবই সঠিক পথে আছি।’

এদিকে, জেলেনস্কি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, পুতিন কার্যকরভাবে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি জ্বালানি অবকাঠামোর ওপর যুদ্ধবিরতির বিষয়ে আরও বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেছেন।

ফোনালাপের পর ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে আলোচনার মূল বিষয়গুলোর নির্ভুল বিবরণ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি শিগগিরই প্রকাশিত হবে।

ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে শক্তি অবকাঠামো লক্ষ্যবস্তুতে আক্রমণ সাময়িকভাবে বন্ধ রাখবে, তবে পুতিন একটি ব্যাপক যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হননি। এর কয়েক ঘণ্টার মধ্যেই, ইউক্রেন ও রাশিয়া আকাশপথে হামলা বিনিময় করেছে।

ট্রাম্প এবং জেলেনস্কির এই ফোনালাপটি ঘটে সেদিন, যখন হোয়াইট হাউস বলেছিল, তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক মাসের জন্য শক্তি অবকাঠামোর ওপর হামলা বন্ধ করার জন্য একটি বিরতির চুক্তি করেছে।

বুধবার সকালে জেলেনস্কি বলেন, মস্কো গত রাতেই শক্তি অবকাঠামোসহ অন্যান্য লক্ষ্যমাত্রা’ স্থির করে ইউক্রেনে ১৪৫টি ড্রোন, চারটি ক্রুজ মিসাইল এবং দুটি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে, যার মধ্যে দুটি হাসপাতালও রয়েছে।

‘পুতিনের কথা বাস্তবতার সাথে মিলছে না,’ বলেন জেলেনস্কি।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন দেশটির দক্ষিণ ক্রাসনোদার অঞ্চলের রাশিয়ান তেল অবকাঠামোর ওপর আক্রমণ চালিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলির মাধ্যমে ক্রেমলিন জানিয়েছে, এই আক্রমণ ট্রাম্প এবং পুতিনের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করেছে।