পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি, রুয়েত-ই-হিলালের কেন্দ্রীয় বোর্ড, ৩০ মার্চ (রমজান ২৯, ১৪৪৬ হিজরি) রোববার সন্ধ্যায় একটি বৈঠকে বসবে। আঞ্চলিক পর্যায়ের চাঁদ দেখা কমিটিগুলোর সঙ্গে পরামর্শ করেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য মূল সভায় অংশ নেবেন ধর্মীয় আলেম, আবহাওয়া বিশেষজ্ঞ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা সারা দেশের চাঁদ দেখার প্রতিবেদন বিশ্লেষণ করবেন এবং এরপরই ঈদের তারিখ নির্ধারণ করা হবে।
এদিকে, পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জ্যোতির্বিদ্যা, আধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তি ও বৈজ্ঞানিক মূল্যায়নের ভিত্তিতে পূর্বাভাস দিয়েছে যে ৩০ মার্চ পাকিস্তানের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে। যদি এই পূর্বাভাস বাস্তবে পরিণত হয়, তবে দেশটিতে ২৯ রোজার পরই রমজান শেষ হয়ে যাবে এবং ৩১ মার্চ উদযাপিত হবে ঈদুল ফিতর।