ফরাসি সংবাদমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, ফরাসি পার্লামেন্ট সদস্য রাফায়েল গ্লাকসম্যান যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দেয়। রোববার এক জনসমাবেশে তিনি বলেন, “আমরা সেই আমেরিকানদের উদ্দেশে বলছি, যারা অত্যাচারীদের পক্ষ নিয়েছে, যারা গবেষকদের বরখাস্ত করছে—তাদের উচিত স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দেওয়া।”
গ্লাকসম্যানের মতে, ট্রাম্প প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্ত, যেমন ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে নীতি পরিবর্তন ও গবেষণা খাতে বরাদ্দ হ্রাস, যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থী। তাই স্ট্যাচু অব লিবার্টির মতো স্বাধীনতার প্রতীক ফ্রান্সেই থাকা উচিত বলে মনে করেন তিনি।
১৮৮৫ সালে ফ্রান্সের পক্ষ থেকে উপহার হিসেবে স্ট্যাচু অব লিবার্টি পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। এটি ডিজাইন করেন ফরাসি শিল্পী ফ্রেডেরিক বার্থোলডি। ১৮৮৬ সালে মার্কিন প্রেসিডেন্ট গ্লোভার ক্লিভল্যান্ড আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন এবং ১৯২৪ সালে এটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়।