শনিবার রাতে হুতিদের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এতে অন্তত ৫৩ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু ও দুই নারী রয়েছেন। মার্কিন প্রশাসন এখনো সাধারণ মানুষের প্রাণহানির বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ওয়াশিংটন বলছে, শনিবারের বিমান হামলায় নিহতদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হুতি নেতা রয়েছেন, কিন্তু গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেনি।
হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালানো অব্যাহত রাখলে লোহিত সাগরে মার্কিন ও মিত্র দেশের জাহাজগুলো তাদের টার্গেট থাকবে। হুতি সামরিক মুখপাত্র দাবি করেছেন, তারা মার্কিন রণতরি ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানসহ কয়েকটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন। তবে মার্কিন সেনারা দাবি করেছে, তারা হুতিদের ১১টি ড্রোন গুলি করে ধ্বংস করেছে, যার কোনোটি রণতরির কাছাকাছি আসতে পারেনি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেছেন, হুতিরা হামলা বন্ধের ঘোষণা দিলেই যুক্তরাষ্ট্রের অভিযান বন্ধ হবে। তবে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। অন্যদিকে, হুতিদের সমর্থন দেওয়ার জন্য ইরানকে দায়ী করে ওয়াশিংটন তেহরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর পরিকল্পনা করছে।