জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের প্রধান রেলস্টেশনে ছুরি হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক ৩৯ বছর বয়সী জার্মান নারীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
জরুরি সেবাদানকারী সংস্থার বরাতে জানানো হয়, শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।
হামবুর্গ পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ জানান, পুলিশ কর্মকর্তারা পৌঁছানোর পর সন্দেহভাজন নারী কোনো প্রতিরোধ ছাড়াই নিজেকে গ্রেপ্তার করতে দেন। এখনো তার রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা বা মানসিক অসুস্থতায় ভুগছিলেন কি না—তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাটি তিনি একাই চালিয়েছেন। হ্যানোভার ফেডারেল পুলিশ জানায়, ওই নারী স্টেশনে অবস্থানরত যাত্রীদের ওপর ছুরি হামলা চালান।
ঘটনার পর তদন্তের সুবিধার্থে রেলস্টেশনের চারটি প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। জার্মান রেলওয়ে সংস্থা ডয়চে বান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।