চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল বাজারের দুটি হার্ডওয়্যার দোকানে দুর্ধুর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার জুমা নামাজের সময় পালাখাল পূর্ব বাজারের ইকরাম স্যানেটারী এন্ড হার্ডওয়ার ও মিয়াজী স্যানেটারী হার্ডওয়ার দোকানের তালা ভেঙ্গে প্রবেশ করে প্রায় দেড় লক্ষ টাকা ও ৩টি মোবাইল ফোন নিয়ে যায়ে চোরের দল।
এদিকে ইকরাম স্যানেটারী এন্ড হার্ডওয়ার দোকানে প্রবেশ করে নগদ ৮০ হাজার টাকা একটি স্মার্ট ফোন ও মিয়াজী স্যানেটারী দোকানের নগদ ৩০ হাজার টাকা ও ৩টি মোবাইল নিয়ে যায়। সিসিটিভির ফুটেজে দেখা যায়, সুকৌশলে চোর চক্রের সদস্যরা দোকানের তালা কেটে প্রবেশ করে।
ইকরাম স্যানেটারী এন্ড হার্ডওয়ার দোকানের পরিচালক মো. এনামুল হক বলেন, শুক্রবার জুমা নামাজ পড়ার জন্য আমি দোকান থেকে বাড়ি চলে যাই। নামাজ শেষে দোকানে এসে স্যাটার খোলা দেখে হতবম্ভ হই। পরে দোকানে প্রবেশ করে দেখি আমার ক্যাশে থাকা নগদ টাকা ও মোবাইল নিয়ে গেছে। সিসিটিভির ফুটেজ দেখে চোরদের সনাক্ত করতে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
অপর দিকে মিয়াজী স্যানেটারীর দোকানের পরিচালক ফারুক মিয়াজী বলেন, দুপুর বেলায় বাড়ি থেকে এসে দেখি আমার দোকানের তালা ভেঙ্গে ক্যাশে টাকা নগদ টাকা ও ৩টি মোবাইল নিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্টু তদন্ত করে চোর চক্রের সদস্যদের গ্রেফতার করতে আইনের সহযোগিতা কামনা করছি।
ছবি-১: কচুয়ার পালাখাল বাজারের দুটি দোকানে চুরি।