প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় বৈঠকে যোগ দেবে বিএনপি। সকালে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে বিএনপির প্রতিনিধি দল। 

এর আগে শুক্রবার বিএনপিকে যুমনায় বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, ড. মুহাম্মদ ইউনূস শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সঙ্গে বৈঠক করতে চান। তবে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা এখনো অফিসিয়ালি তাদেরকে কিছু জানাইনি, তবে শনিবারের মধ্যে আমরা সিদ্ধান্ত জানাব যে, দেখা করতে যাব কি না।

আজ শুক্রবার সকালে তারা প্রধান উপদেষ্টা দেওয়া সময় অনুযায়ী বৈঠক করার সিদ্ধান্ত নেয় বিএনপি।

এদিকে জামায়াতে ইসলামীও আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি শুক্রবার রাতে তার ফেসবুক পেজে লেখেন, প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় : ১২:৪৫:০০ অপরাহ্ণ, শনিবার, ২৪ মে ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় বৈঠকে যোগ দেবে বিএনপি। সকালে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে বিএনপির প্রতিনিধি দল। 

এর আগে শুক্রবার বিএনপিকে যুমনায় বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, ড. মুহাম্মদ ইউনূস শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সঙ্গে বৈঠক করতে চান। তবে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা এখনো অফিসিয়ালি তাদেরকে কিছু জানাইনি, তবে শনিবারের মধ্যে আমরা সিদ্ধান্ত জানাব যে, দেখা করতে যাব কি না।

আজ শুক্রবার সকালে তারা প্রধান উপদেষ্টা দেওয়া সময় অনুযায়ী বৈঠক করার সিদ্ধান্ত নেয় বিএনপি।

এদিকে জামায়াতে ইসলামীও আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি শুক্রবার রাতে তার ফেসবুক পেজে লেখেন, প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।