বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে খেটে খাওয়া রিক্সা চালকদের বৃষ্টি থেকে রক্ষার জন্য রেইনকোট বিতরন করা হয়েছে।
“বিজয়ীর বৃষ্টিময় ভালবাসা” স্লোগানে শনিবার (২৪ মে) দুপুরে পুরান বাজারে বিজয়ীর কার্যালয়ের সামনে এই রেইনকোট বিতরণ করেন।
এ সময় বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, পুরান বাজারের চালক ভাইয়ের আমার প্রতিবেশী, সুখে দুখে সব সময় কাছে পাই। এই বৃষ্টিতে ভিজে অনেক রিক্সাওয়ালা ভাইয়েরা অসুস্থ হয়ে পড়েন ও তাদের জীবিকা নির্বাহের বিঘ্ন ঘটে। বৃষ্টিতে যেন তাদের জীবিকা নির্বাহ করতে সমস্যা না হয়। সেজন্য আমাদের ব্যক্তিগত উদ্যোগে তাদের জন্য রেইনকোট এর ব্যবস্থা করেছি। এতে তাদের বৃষ্টি উপেক্ষা করে অর্থ উপার্জন করতে সহজ হবে।
রেইনকোট পেয়ে খুশি হয়ে রিক্সাওয়ালা সোহেল বলেন, অতিরিক্ত বৃষ্টিতে আমাদের রিক্সা চালাতে অনেক কষ্ট হয়। এই ভেজা শরীর নিয়ে সারাদিন রিক্সা চালাতে হয়। তানিয়া আপার কাছ থেকে রেইনকোট পেয়ে আমরা অনেক আনন্দিত। এজন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, টিম বিজয়ীর সদস্য কান্তা দে, আহমেদ বর্ষাসহ এলাকার সুধীজন।
উল্লেখ্য: একটি মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেই সবার মন জয় করেছেন তানিয়া ইশতিয়াক খান। রিকশাচালকদের জন্য অন্যরকম একটি আনন্দের দিনে পরিণত হয়।
ভালোবাসা, ভালোলাগা ও প্রশংসায় মুখর হয়ে উঠেছে তার এই কার্যক্রম। এমন ব্যতিক্রম ও নতুন উদ্যোগকে প্রশংসার দৃষ্টিতে দেখছে পুরো চাঁদপুরবাসী। ২০২০ সালে বিজয়ী নামের সংগঠনটির আত্মপ্রকাশের পর থেকে নতুন আঙ্গিকে ভিন্ন ভিন্ন কার্যক্রম পরিচালনা করে মানুষের মনে জায়গা করে নিয়েছে সংগঠনটি।
ছবির ক্যাপশন: বিজয়ীর বৃষ্টিময় ভালবাসা” স্লোগানে খেটে খাওয়া রিক্সা চালকদের বৃষ্টি থেকে রক্ষার জন্য রেইনকোট বিতরন করেন
বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।