আগামী ২৬ জুন অন্যান্য দেশের সঙ্গে তালমিলিয়ে এবারও মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হবে।
দিবসটি পালনকল্পে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান সার্বিক দিক নির্দেশনায় শুক্রবার (২৩ মে) বিকালে জাতীয় শিশু একডেমি, জেলা কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও কলেজের অর্ধশতাধিক প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উক্ত চিত্রাংকন প্রতিযোগিতা উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুচিত্র রঞ্জন দাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ, জেলা শিক্ষা অফিসার (অবঃ), আব্দুল জলিল মিয়া, নারায়ণপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মুক্তার আহমেদ, মাতৃপীঠ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক
মোঃ আব্দুর রাজ্জাক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক তাজুল ইসলাম, উপ-পরিদর্শক তরিকুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক মোঃ বেলায়েত হোসেন সহ অন্যরা।