শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

জাতীয় প্রাণীবিজ্ঞান সম্মেলনে রানার-আপ রাবি সোয়ান ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির আয়োজনে ২৩ মে শুক্রবার অনুষ্ঠিত হলো ২৪তম জাতীয় প্রাণীবিজ্ঞান কনফারেন্স। সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থাপন করা হয় শতাধিক গবেষণা পত্র ও পোস্টার।

এবারের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড ন্যাচার (সোয়ান) – রাবি ইউনিটের প্রতিনিধি দল গবেষণা উপস্থাপনায় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

গবেষণা পত্রিকায় কাজ করেছেন সোয়ান রাবি ইউনিটের সভাপতি মো. ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক সামিত বিন রহমান, সদস্য তাকিয়া ইসলাম এবং প্রচার সম্পাদক ফাহিম মুনতাসির রাফিন। মূল পর্বে গবেষণা পত্র এবং পোস্টার উপস্থাপন করেন সামিত বিন রহমান।

এই কনফারেন্সে অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারী দলসমূহকে পূর্বেই গবেষণা সারসংক্ষেপ জমা দিতে হয়। নির্বাচিত গবেষকরা সরাসরি অনুষ্ঠানে তাদের গবেষণা পত্র ও পোস্টার উপস্থাপন করেন। সুপরিকল্পিত উপস্থাপনা, গবেষণার মৌলিকতা ও প্রাসঙ্গিকতার ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

গবেষণা দলের সদস্যদের মধ্যে মো. ইমরুল কায়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাষ্কর্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী; সামিত বিন রহমান ও তাকিয়া ইসলাম প্রাণীবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ফাহিম মুনতাসির রাফিন বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে অধ্যয়নরত।

এই সাফল্য অর্জনকারি দলকে অভিনন্দন জানিয়ে রাবি সোয়ান সভাপতি ইমরুল কায়েস বলেন,”বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি কর্তৃক আয়োজিত জাতীয় কনফারেন্সে সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড ন্যাচার-সোয়ান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার একটি টিম রানার আপ হয়েছে। দলের সকলকে অভিনন্দন জানাতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে। কারণ, আমি মনে করি এটি শুধু সোয়ানের অর্জন না রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও অর্জন। গবেষণার মতো সেক্টরগুলোতে রাবির শিক্ষার্থীরা এভাবে দেশের সেরা হয়ে উঠুক নানা প্রতিযোগিতায় সেটার প্রত্যাশা আমাদের সকলের।

তিনি আরও বলেন, সোয়ান, রাবি ইউনিট দীর্ঘদিন যাবত বন বিভাগের নির্দেশনায় ক্যাম্পাসে বন্যপ্রাণী উদ্ধার ও পরিবেশবাদী অন্যান্য কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে গবেষণায় সাফল্য আমাদের জন্য আশাব্যঞ্জক, ভবিষ্যতে আরো ভালো কাজ হবে সেজন্য সকলের নিকট দোয়া চাই। “জাতীয় পর্যায়ে এই অর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়, সোয়ান কেন্দ্রীয় সংসদ এবং রাবি ইউনিটের সকল স্বেচ্ছাসেবীর জন্য গর্বের বিষয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

জাতীয় প্রাণীবিজ্ঞান সম্মেলনে রানার-আপ রাবি সোয়ান ইউনিট

আপডেট সময় : ০৫:০০:০০ অপরাহ্ণ, শনিবার, ২৪ মে ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির আয়োজনে ২৩ মে শুক্রবার অনুষ্ঠিত হলো ২৪তম জাতীয় প্রাণীবিজ্ঞান কনফারেন্স। সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থাপন করা হয় শতাধিক গবেষণা পত্র ও পোস্টার।

এবারের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড ন্যাচার (সোয়ান) – রাবি ইউনিটের প্রতিনিধি দল গবেষণা উপস্থাপনায় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

গবেষণা পত্রিকায় কাজ করেছেন সোয়ান রাবি ইউনিটের সভাপতি মো. ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক সামিত বিন রহমান, সদস্য তাকিয়া ইসলাম এবং প্রচার সম্পাদক ফাহিম মুনতাসির রাফিন। মূল পর্বে গবেষণা পত্র এবং পোস্টার উপস্থাপন করেন সামিত বিন রহমান।

এই কনফারেন্সে অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারী দলসমূহকে পূর্বেই গবেষণা সারসংক্ষেপ জমা দিতে হয়। নির্বাচিত গবেষকরা সরাসরি অনুষ্ঠানে তাদের গবেষণা পত্র ও পোস্টার উপস্থাপন করেন। সুপরিকল্পিত উপস্থাপনা, গবেষণার মৌলিকতা ও প্রাসঙ্গিকতার ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

গবেষণা দলের সদস্যদের মধ্যে মো. ইমরুল কায়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাষ্কর্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী; সামিত বিন রহমান ও তাকিয়া ইসলাম প্রাণীবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ফাহিম মুনতাসির রাফিন বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে অধ্যয়নরত।

এই সাফল্য অর্জনকারি দলকে অভিনন্দন জানিয়ে রাবি সোয়ান সভাপতি ইমরুল কায়েস বলেন,”বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি কর্তৃক আয়োজিত জাতীয় কনফারেন্সে সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড ন্যাচার-সোয়ান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার একটি টিম রানার আপ হয়েছে। দলের সকলকে অভিনন্দন জানাতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে। কারণ, আমি মনে করি এটি শুধু সোয়ানের অর্জন না রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও অর্জন। গবেষণার মতো সেক্টরগুলোতে রাবির শিক্ষার্থীরা এভাবে দেশের সেরা হয়ে উঠুক নানা প্রতিযোগিতায় সেটার প্রত্যাশা আমাদের সকলের।

তিনি আরও বলেন, সোয়ান, রাবি ইউনিট দীর্ঘদিন যাবত বন বিভাগের নির্দেশনায় ক্যাম্পাসে বন্যপ্রাণী উদ্ধার ও পরিবেশবাদী অন্যান্য কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে গবেষণায় সাফল্য আমাদের জন্য আশাব্যঞ্জক, ভবিষ্যতে আরো ভালো কাজ হবে সেজন্য সকলের নিকট দোয়া চাই। “জাতীয় পর্যায়ে এই অর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়, সোয়ান কেন্দ্রীয় সংসদ এবং রাবি ইউনিটের সকল স্বেচ্ছাসেবীর জন্য গর্বের বিষয়।