সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত কয়রার মক্তবের ধর্মীয় শিক্ষক মাওলানা আঃ ছাত্তার সকলের সহযোগিতা বাঁচতে চায়। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের দরকার। যা তার অসহায় পরিবারের পক্ষ থেকে জোগাড় করার কোন উপায় নেই। তার পরিবারের পক্ষ থেকে সমাজের সকল শ্রেনী পেশার লোকজনদের নিকট সাহায্যর আবেদন জানানো হয়েছে।
যানাগেছে গত ১৭ মে মাওলানা আঃ ছাত্তার সহ কয়রা থেকে আরো ৬জন মাহিন্দ্রা যোগে ইসলামীক ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে জেলা শহর খুলনায় যাচ্ছিলেন।
প্রতিমধ্যে ডুমুরিয়া উপজেলায় তেলবাহী একটি ট্যাংকারের সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্মক ভাবে সড়ক দুর্ঘটনায় আহত হয়।এতে তার ২ হাত ভেঙে গেছে, ২ পায়ের অবস্থা খুবই খারাপ। মাথায় প্রচন্ড আঘাতজনিত কারনে রক্তক্ষরণ হয়। তার মাথায় ১৩ টি সেলাই দেওয়া হয়েছে।
ঐ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে আরো ৩ জন নিহত হয়। নিহত ব্যক্তিরা হলেন কয়রা সদরের মসজিদে আবু বকর (রাঃ) এর ঈমাম হাফেজ মঈনুল ইসলাম,ইসলামীক ফাউন্ডেশন কয়রার কেয়ারটেকার মাওঃ আঃ রশিদ ও মাহিন্দ্রা চালক রফিকুল ইসলাম।
এতে আরও ৪ জন মারাত্মক আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারা সকলেই চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে মক্তব শিক্ষক মাওলানা আঃ ছাত্তার খুলনার হেলথ কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল সোনাডাঙ্গায় চিকিৎসাধীন রয়েছেন।
ইতিমধ্যে তার ২ হাতে দুটি অপারেশন করা হয়েছে। তাতে অনেক টাকা ব্যায় হয়েছে। এখনও তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। যা তার গরীব পরিবারের পক্ষ থেকে জোগাড় করা সম্ভব না। সকলের সহযোগিতা তিনি পুর্বের ন্যায় সুস্থ হয়ে বেঁচে থাকতে চায়। তার পরিবারের পক্ষ থেকে সমাজের স্বহৃদয়বান মানুষের নিটক সহযোগিতার দাবি জানানো হয়েছে।