শিরোনাম :
Logo দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা Logo জাকসু প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন  বাগছাসের জিএস প্রার্থীর Logo শ্রমিক দলের প্রধান উপদেষ্টার সুস্থতা ও ঝালকাঠি প্রেসক্লাব সভাপতির রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত Logo লস্কর সিনেমার গানে জীবন ওয়াসিফ ও শেরপুরের কলি সাহা Logo সিরাজগঞ্জে এতিমদের জমি দখলে প্রভাবশালীদের টানাটানি Logo চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo সাংবাদিক কবির হোসেন মিজি সম্পাদিত ছোট কাগজ জানালা’র মোড়ক উন্মোচন Logo একসময়ের জনপ্রিয় বাউল শিল্পী সফিউল্লাহ এখন রিক্সা–সাইকেল মেকানিক Logo শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে: বদরুদ্দীন উমরের জবানবন্দি Logo ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৫:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
  • ৭৪৯ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি। জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে জনগণের সমর্থন অর্জন এবং সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্য নিয়ে এ কর্মসূচি ঘোষণা করবে দলটি।

গত সোমবার (২৭ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন।

স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দুটি ধাপে কর্মসূচি পরিচালিত হবে।
প্রথম ধাপে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভাগীয় ও জেলা পর্যায়ে সমাবেশ। এরপর দ্বিতীয় ধাপে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে সমাবেশ এবং জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করবে দলটি।

আগামী ১৫ ফেব্রুয়ারি প্রথম কর্মসূচি শুরু হতে পারে। দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, রমজানের আগেই এই কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে।

বিএনপির মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত। ভ্যাট ও কর বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম ক্রমাগত বেড়ে চলেছে। দলের নেতারা মনে করছেন, এই সংকট নিয়ে কার্যকর কর্মসূচি দিলে জনগণের কাছ থেকে আরও সমর্থন পাওয়া সম্ভব।

বিএনপি দাবি করছে, চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। তারা বলছে, ন্যূনতম সংস্কারের মাধ্যমে এই সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তবে সরকার থেকে ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলা হলেও বিএনপি এত দীর্ঘ সময় দিতে রাজি নয়।

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে বিএনপি একটি সংশোধিত খসড়া তৈরি করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির খসড়া ঘোষণাপত্রকে পুরোপুরি অগ্রাহ্য না করে বাস্তবতার নিরিখে তা পরিবর্তন ও পরিবর্ধন করা হবে।

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, বাহাত্তরের সংবিধানের মূলনীতি মহান মুক্তিযুদ্ধের ভিত্তিতে প্রণীত। তাই সংবিধান বাতিল নয়, বরং প্রয়োজনে সংশোধন করা যেতে পারে। দলটি মনে করে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত ১৭ বছরে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সংগ্রামকেও ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা উচিত।

বিএনপি শিগগিরই বিভাগীয় সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করবে। পাশাপাশি ঘোষণাপত্র সংশোধনের বিষয়টি শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা

ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি

আপডেট সময় : ১০:০৫:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি। জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে জনগণের সমর্থন অর্জন এবং সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্য নিয়ে এ কর্মসূচি ঘোষণা করবে দলটি।

গত সোমবার (২৭ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন।

স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দুটি ধাপে কর্মসূচি পরিচালিত হবে।
প্রথম ধাপে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভাগীয় ও জেলা পর্যায়ে সমাবেশ। এরপর দ্বিতীয় ধাপে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে সমাবেশ এবং জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করবে দলটি।

আগামী ১৫ ফেব্রুয়ারি প্রথম কর্মসূচি শুরু হতে পারে। দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, রমজানের আগেই এই কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে।

বিএনপির মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত। ভ্যাট ও কর বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম ক্রমাগত বেড়ে চলেছে। দলের নেতারা মনে করছেন, এই সংকট নিয়ে কার্যকর কর্মসূচি দিলে জনগণের কাছ থেকে আরও সমর্থন পাওয়া সম্ভব।

বিএনপি দাবি করছে, চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। তারা বলছে, ন্যূনতম সংস্কারের মাধ্যমে এই সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তবে সরকার থেকে ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলা হলেও বিএনপি এত দীর্ঘ সময় দিতে রাজি নয়।

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে বিএনপি একটি সংশোধিত খসড়া তৈরি করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির খসড়া ঘোষণাপত্রকে পুরোপুরি অগ্রাহ্য না করে বাস্তবতার নিরিখে তা পরিবর্তন ও পরিবর্ধন করা হবে।

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, বাহাত্তরের সংবিধানের মূলনীতি মহান মুক্তিযুদ্ধের ভিত্তিতে প্রণীত। তাই সংবিধান বাতিল নয়, বরং প্রয়োজনে সংশোধন করা যেতে পারে। দলটি মনে করে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত ১৭ বছরে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সংগ্রামকেও ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা উচিত।

বিএনপি শিগগিরই বিভাগীয় সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করবে। পাশাপাশি ঘোষণাপত্র সংশোধনের বিষয়টি শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।