মানুষের মতো এবার কুকুর-বিড়ালও পেল নাগরিকত্ব!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৯:২৬ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মানুষের মতই সমান অধিকার দেওয়া হল কুকুর-বিড়ালকে। রীতিমত ভোট দিয়ে নাগরিকত্ব প্রদান করা হল তাদের। স্পেনের একটি ছোট্ট শহর ‘ত্রিগেরোস দেল ভাইয়ে’ এই যুগান্তকারী সিদ্ধান্ত নিল।

জানা গেছে, মাত্র ৩৩০ জন বাসিন্দা রয়েছে ওই গ্রামে। সেখানকার পুর প্রশাসনের সভায় সর্বসম্মতভাবে বিড়াল ও কুকুরকে ‘নন হিউম্যান রেসিডেন্টস’ বলে আখ্যা দিয়ে তাদের অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে।

সেখানকার পৌরসভার প্রধান পেদ্রো জে পেরেস এসপিনোসা জানান, পৌরসভার প্ল্যানিং সেশনে গত সোমবার এই বিষয়টি ঠিক করা হয়। কুকুর ও বিড়ালরা আমাদের সঙ্গেই হাজার বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে। সেজন্যই তাদের অধিকার সুরক্ষিত করতেই এই আইন করা হয়েছে।

তিনি আরও জানান, এই আইনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে এখানে এইসব প্রাণীদের মৃত্যু হতে পারে এমন কোনও কাজ করা হবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মানুষের মতো এবার কুকুর-বিড়ালও পেল নাগরিকত্ব!

আপডেট সময় : ১২:৪৯:২৬ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

মানুষের মতই সমান অধিকার দেওয়া হল কুকুর-বিড়ালকে। রীতিমত ভোট দিয়ে নাগরিকত্ব প্রদান করা হল তাদের। স্পেনের একটি ছোট্ট শহর ‘ত্রিগেরোস দেল ভাইয়ে’ এই যুগান্তকারী সিদ্ধান্ত নিল।

জানা গেছে, মাত্র ৩৩০ জন বাসিন্দা রয়েছে ওই গ্রামে। সেখানকার পুর প্রশাসনের সভায় সর্বসম্মতভাবে বিড়াল ও কুকুরকে ‘নন হিউম্যান রেসিডেন্টস’ বলে আখ্যা দিয়ে তাদের অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে।

সেখানকার পৌরসভার প্রধান পেদ্রো জে পেরেস এসপিনোসা জানান, পৌরসভার প্ল্যানিং সেশনে গত সোমবার এই বিষয়টি ঠিক করা হয়। কুকুর ও বিড়ালরা আমাদের সঙ্গেই হাজার বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে। সেজন্যই তাদের অধিকার সুরক্ষিত করতেই এই আইন করা হয়েছে।

তিনি আরও জানান, এই আইনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে এখানে এইসব প্রাণীদের মৃত্যু হতে পারে এমন কোনও কাজ করা হবে না।