শেরপুর জেলা পুলিশের হিসাব শাখার সার্বিক কার্যক্রম অর্ধ-বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) সৈয়দ আবু সায়েম বিপিএম ।
বুধবার (১৮ ডিসেম্বর) পরিদর্শন সম্পন্ন করার লক্ষ্যে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল অতিরিক্ত রেঞ্জ ডিআইজিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
পরবর্তীতে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত জেলা পুলিশের হিসাব শাখার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টার খতিয়ে দেখেন এবং করণীয় সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে পরিদর্শন বহিতে সাক্ষর করেন।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।