নানা আয়োজনে শেরপুর সরকারি কলেজে বিজয় দিবস উদযাপন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:১৩:২৩ অপরাহ্ণ, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ৭১৮ বার পড়া হয়েছে

আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি:

সারাদেশের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরের একমাত্র উচ্চ শিক্ষার বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার সকালে কলেজে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। এরপর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দীন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সহ অন্যান্য শিক্ষকরা। ধারাবাহিক ভাবে কলেজের বিএনসিসি, রোভার স্কাউট, বিভিন্ন ছাত্র সংগঠন ও কর্মচারীরা শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করেন।

এদিকে সকাল ১০টায় শেরপুর সরকারি কলেজের রোভার স্কাউট দল কুচকাওয়াজ, মুক্তিযুেদ্ধর ইতিহাস নিয়ে নাটিকা ও চিত্র প্রদর্শন করেন। বেলা ১১টার দিকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দীন। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ মুতাসিম বিল্লাহ(রুবেল প্রাকৃতজন) এর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তব্য শেষে দেশাত্মবোধক গান ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন শিক্ষার্থীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নানা আয়োজনে শেরপুর সরকারি কলেজে বিজয় দিবস উদযাপন

আপডেট সময় : ০২:১৩:২৩ অপরাহ্ণ, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি:

সারাদেশের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরের একমাত্র উচ্চ শিক্ষার বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার সকালে কলেজে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। এরপর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দীন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সহ অন্যান্য শিক্ষকরা। ধারাবাহিক ভাবে কলেজের বিএনসিসি, রোভার স্কাউট, বিভিন্ন ছাত্র সংগঠন ও কর্মচারীরা শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করেন।

এদিকে সকাল ১০টায় শেরপুর সরকারি কলেজের রোভার স্কাউট দল কুচকাওয়াজ, মুক্তিযুেদ্ধর ইতিহাস নিয়ে নাটিকা ও চিত্র প্রদর্শন করেন। বেলা ১১টার দিকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দীন। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ মুতাসিম বিল্লাহ(রুবেল প্রাকৃতজন) এর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তব্য শেষে দেশাত্মবোধক গান ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন শিক্ষার্থীরা।