বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা Logo কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক

‘সিওপিডিতে ভুগছে দেশের ৮০ লাখ মানুষ’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২১:০০ অপরাহ্ণ, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ৭৮২ বার পড়া হয়েছে

ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) হলো একটি দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগ যা বিশ্বব্যাপী মৃত্যুর চতুর্থ কারণ। ধূমপান, বায়ু দূষণ এবং অভ্যন্তরীণ ধোঁয়ার কারণে বাংলাদেশেও সিওপিডি একটি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা। দেশে বর্তমানে ৮০ লাখেরও বেশি মানুষ সিওপিডিতে ভুগছে। রোগটি পুরোপুরি নিরাময়যোগ্য নয়, তবে সঠিক ওষুধ, ইনহেলার, শ্বাসের ব্যায়াম ইত্যাদি প্রয়োগের মাধ্যমে রোগীর জীবনমান উন্নত করা সম্ভব। এছাড়াও পরিবেশ সুরক্ষায় উদ্যোগী হলে এবং সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করলে সিওপিডির ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।

আজ শনিবার (২৩ নভেম্বর) ওয়ার্ল্ড সিওপিডি ডে এবং নতুন বক্ষব্যাধি বিশেষজ্ঞদের সম্মাননা প্রদান উপলক্ষে বাংলাদেশ লাং ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। অনুষ্ঠানটি স্পন্সর করে একমি ল্যাবরেটরিজ লিমিটেড।

জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও ইনস্টিটিউটের সাবেক পরিচালক, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য সংস্কার কমিশনের অন্যতম সদস্য ডা. মোহাম্মদ আজহারুল ইসলাম খান, লাং ফাউন্ডেশনের মহাসচিব ডা. আসিফ মুজতবা মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি কাজী সাইফুদ্দিন বেননূর, একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফেরদৌস খান, ডেপুটি ম্যানেজার এম এ খায়ের প্রমুখ। অনুষ্ঠানে পালমোনারি রিহাবিলেটেশন বা শ্বাসতন্ত্রের পুনর্বাসন বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সায়েন্টিফিক সেক্রেটারি ডা. ফেরদৌস ওয়াহিদ।

এই অনুষ্ঠানে বিগত দুই বছরে পালমোনারি বিষয়ে সদ্য পাসকৃত শতাধিক বক্ষব্যাধি বিষয়ক চিকিৎসককে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্রতে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. মোহাম্মদ আলী হোসেন বলেন, ‘বক্ষব্যাধির রোগীদের জন্য বাংলাদেশ লাং ফাউন্ডেশন থেকে আমরা সামনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি। এ সংক্রান্ত একটি বিশেষায়িত হাসপাতালের কথাও ভাবছি। আশা করি, সকলের সম্মিলিত প্রয়াসে এটা বাস্তবায়ন সম্ভব।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক

‘সিওপিডিতে ভুগছে দেশের ৮০ লাখ মানুষ’

আপডেট সময় : ০৭:২১:০০ অপরাহ্ণ, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) হলো একটি দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগ যা বিশ্বব্যাপী মৃত্যুর চতুর্থ কারণ। ধূমপান, বায়ু দূষণ এবং অভ্যন্তরীণ ধোঁয়ার কারণে বাংলাদেশেও সিওপিডি একটি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা। দেশে বর্তমানে ৮০ লাখেরও বেশি মানুষ সিওপিডিতে ভুগছে। রোগটি পুরোপুরি নিরাময়যোগ্য নয়, তবে সঠিক ওষুধ, ইনহেলার, শ্বাসের ব্যায়াম ইত্যাদি প্রয়োগের মাধ্যমে রোগীর জীবনমান উন্নত করা সম্ভব। এছাড়াও পরিবেশ সুরক্ষায় উদ্যোগী হলে এবং সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করলে সিওপিডির ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।

আজ শনিবার (২৩ নভেম্বর) ওয়ার্ল্ড সিওপিডি ডে এবং নতুন বক্ষব্যাধি বিশেষজ্ঞদের সম্মাননা প্রদান উপলক্ষে বাংলাদেশ লাং ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। অনুষ্ঠানটি স্পন্সর করে একমি ল্যাবরেটরিজ লিমিটেড।

জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও ইনস্টিটিউটের সাবেক পরিচালক, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য সংস্কার কমিশনের অন্যতম সদস্য ডা. মোহাম্মদ আজহারুল ইসলাম খান, লাং ফাউন্ডেশনের মহাসচিব ডা. আসিফ মুজতবা মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি কাজী সাইফুদ্দিন বেননূর, একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফেরদৌস খান, ডেপুটি ম্যানেজার এম এ খায়ের প্রমুখ। অনুষ্ঠানে পালমোনারি রিহাবিলেটেশন বা শ্বাসতন্ত্রের পুনর্বাসন বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সায়েন্টিফিক সেক্রেটারি ডা. ফেরদৌস ওয়াহিদ।

এই অনুষ্ঠানে বিগত দুই বছরে পালমোনারি বিষয়ে সদ্য পাসকৃত শতাধিক বক্ষব্যাধি বিষয়ক চিকিৎসককে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্রতে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. মোহাম্মদ আলী হোসেন বলেন, ‘বক্ষব্যাধির রোগীদের জন্য বাংলাদেশ লাং ফাউন্ডেশন থেকে আমরা সামনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি। এ সংক্রান্ত একটি বিশেষায়িত হাসপাতালের কথাও ভাবছি। আশা করি, সকলের সম্মিলিত প্রয়াসে এটা বাস্তবায়ন সম্ভব।’