শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা Logo নারী শিক্ষার্থীদের কটুক্তির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের মানববন্ধন  Logo তারেক রহমান ও টুকুর খালাসে শিয়ালকোলে মিষ্টি বিতরণ Logo জাবির হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মানহানি, ছাত্রদলীয় প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ Logo স্বাস্থ্যসেবা বঞ্চিত কয়রার জনগণ, নিরসনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  Logo জবির দু’টি হলের কাজ আনুষ্ঠানিক ভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর Logo সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে আমাদের নিয়োগের কাজ হচ্ছে: রাবি উপাচার্য Logo পলাশবাড়ীতে ভিডব্লিউবি তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ। Logo সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদসহ গ্রেপ্তার-৩ Logo সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় কলেজ ছাত্র কারাগারে

বাস উল্টে খাদে মহেশপুরের এনজিওকর্মী নিহত-আহত ৫০ !

  • আপডেট সময় : ১১:৩৪:০৩ পূর্বাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ফরিদপুরের সদর উপজেলার বাইপাস সড়কে পিকনিকের বাস খাদে পড়ে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৫০ জন আহত হয়। শনিবার দিন গত ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মফিজুর রহমান। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর শহরে। তিনি বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে কর্মরত ছিলেন।

আহত ব্যক্তিরা জানান, জাগরণী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন কার্যালয়ে কর্মরত দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী ৪টি বাস নিয়ে কুয়াকাটায় পিকনিকে যান। শুক্রবার দিবাগত রাতে পিকনিকের বহরের চারটি বাস কুষ্টিয়ায় ফিরছিল।

শনিবার দিন গত ভোর রাতে বহরের গড়াই পরিবহন নামের একটি বাস ফরিদপুরের বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে ডান পাশের খাদে উল্টে পড়ে দুমড়ে যায়। এতে ঘটনাস্থলেই মফিজুর রহমানের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৫০ জন।

খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। ফরিদপুরের কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাসে থাকা সহযাত্রীদের মধ্যে সিদ্দিকুর রহমান আহত যাত্রীদের বরাত দিয়ে জানান, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনার আগেও বেপরোয়া গতির কারণে একাধিকবার ওই বাসটি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা

বাস উল্টে খাদে মহেশপুরের এনজিওকর্মী নিহত-আহত ৫০ !

আপডেট সময় : ১১:৩৪:০৩ পূর্বাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ফরিদপুরের সদর উপজেলার বাইপাস সড়কে পিকনিকের বাস খাদে পড়ে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৫০ জন আহত হয়। শনিবার দিন গত ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মফিজুর রহমান। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর শহরে। তিনি বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে কর্মরত ছিলেন।

আহত ব্যক্তিরা জানান, জাগরণী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন কার্যালয়ে কর্মরত দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী ৪টি বাস নিয়ে কুয়াকাটায় পিকনিকে যান। শুক্রবার দিবাগত রাতে পিকনিকের বহরের চারটি বাস কুষ্টিয়ায় ফিরছিল।

শনিবার দিন গত ভোর রাতে বহরের গড়াই পরিবহন নামের একটি বাস ফরিদপুরের বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে ডান পাশের খাদে উল্টে পড়ে দুমড়ে যায়। এতে ঘটনাস্থলেই মফিজুর রহমানের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৫০ জন।

খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। ফরিদপুরের কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাসে থাকা সহযাত্রীদের মধ্যে সিদ্দিকুর রহমান আহত যাত্রীদের বরাত দিয়ে জানান, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনার আগেও বেপরোয়া গতির কারণে একাধিকবার ওই বাসটি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়।