শুক্রবার | ৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

বাস উল্টে খাদে মহেশপুরের এনজিওকর্মী নিহত-আহত ৫০ !

  • আপডেট সময় : ১১:৩৪:০৩ পূর্বাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ফরিদপুরের সদর উপজেলার বাইপাস সড়কে পিকনিকের বাস খাদে পড়ে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৫০ জন আহত হয়। শনিবার দিন গত ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মফিজুর রহমান। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর শহরে। তিনি বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে কর্মরত ছিলেন।

আহত ব্যক্তিরা জানান, জাগরণী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন কার্যালয়ে কর্মরত দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী ৪টি বাস নিয়ে কুয়াকাটায় পিকনিকে যান। শুক্রবার দিবাগত রাতে পিকনিকের বহরের চারটি বাস কুষ্টিয়ায় ফিরছিল।

শনিবার দিন গত ভোর রাতে বহরের গড়াই পরিবহন নামের একটি বাস ফরিদপুরের বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে ডান পাশের খাদে উল্টে পড়ে দুমড়ে যায়। এতে ঘটনাস্থলেই মফিজুর রহমানের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৫০ জন।

খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। ফরিদপুরের কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাসে থাকা সহযাত্রীদের মধ্যে সিদ্দিকুর রহমান আহত যাত্রীদের বরাত দিয়ে জানান, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনার আগেও বেপরোয়া গতির কারণে একাধিকবার ওই বাসটি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার

বাস উল্টে খাদে মহেশপুরের এনজিওকর্মী নিহত-আহত ৫০ !

আপডেট সময় : ১১:৩৪:০৩ পূর্বাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ফরিদপুরের সদর উপজেলার বাইপাস সড়কে পিকনিকের বাস খাদে পড়ে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৫০ জন আহত হয়। শনিবার দিন গত ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মফিজুর রহমান। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর শহরে। তিনি বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে কর্মরত ছিলেন।

আহত ব্যক্তিরা জানান, জাগরণী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন কার্যালয়ে কর্মরত দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী ৪টি বাস নিয়ে কুয়াকাটায় পিকনিকে যান। শুক্রবার দিবাগত রাতে পিকনিকের বহরের চারটি বাস কুষ্টিয়ায় ফিরছিল।

শনিবার দিন গত ভোর রাতে বহরের গড়াই পরিবহন নামের একটি বাস ফরিদপুরের বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে ডান পাশের খাদে উল্টে পড়ে দুমড়ে যায়। এতে ঘটনাস্থলেই মফিজুর রহমানের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৫০ জন।

খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। ফরিদপুরের কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাসে থাকা সহযাত্রীদের মধ্যে সিদ্দিকুর রহমান আহত যাত্রীদের বরাত দিয়ে জানান, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনার আগেও বেপরোয়া গতির কারণে একাধিকবার ওই বাসটি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়।