নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের ন্যায় যে প্রক্রিয়ায় ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়, সে প্রক্রিয়ায় বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনও ক্ষমতাসীন সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজে নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, নতুন প্রজন্মের ভবিষ্যৎকে ধ্বংস করছে মাদক। আর এভাবে তরুণ প্রজন্ম ধংস হতে থাকলে দেশের উন্নয়নে একটি বড় শূন্যতা তৈরি হবে। তাই তিনি ছাত্রছাত্রীদের মাদক ও দুর্নীতিকে না বলার জন্য অনুরোধ জানান।
কলেজ অধ্যক্ষ জিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. মাহে আলম, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, পৌর মেয়র আবদুল কাদের মির্জা প্রমুখ।