শিরোনাম :
Logo মাগুরায় রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত Logo ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ Logo শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ Logo পুলিশে সুমাইয়া জাফরিন নামে কোনো নারী কর্মকর্তা নেই: পুলিশ সদর দপ্তর Logo খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু Logo আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনভাবেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীত করার কোনো অধিকার নেই : আল্লামা মামুনুল হক …….. আল্লামা মামুনুল হক Logo পলাশবাড়ীতে চেকপোস্টে ফেন্সিডিল ও নগদ লাখ টাকাসহ গ্রেফতার মাদককারবারি Logo ড্যাফোডিল ইউনিভার্সিটিতে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ Logo সাজিদ মৃত্যুর তদন্ত ও নিরাপদ ক্যাম্পাস দাবিতে ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করেছেন এক্সেলরেট এনার্জি-এর প্রধান নির্বাহী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৮:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ৭৩৪ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এক্সেলরেট এনার্জি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস। মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান কোবোস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন। প্রধান উপদেষ্টার নেতৃত্ব গ্রহণ বাংলাদেশে ব্যবসায়িক আস্থা বাড়াবে বলেও উল্লেখ করেন তিনি।

কোবোস বলেন, “আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশে অনেক আগ্রহ দেখিয়েছে।”  তিনি আরও বলেন, “ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যসহ কিছু শীর্ষ মার্কিন কোম্পানি দক্ষিণ এশিয়ার দেশটিতে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত।”

এছাড়া, দেশের জ্বালানি খাতে এবং বাংলাদেশে ডিকার্বোনাইজেশনে কোবোস-এর কোম্পানি আরও বিনিয়োগ করার পরিকল্পনা করেছে বলেও জানান তিনি।

বর্তমানে এক্সেলরেট বাংলাদেশের দুইটি অফশোর ফ্লোটিং স্টোরেজ এবং রেগ্যাসিফিকেশন ইউনিটে বিনিয়োগ করছে। এটি ১.১ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে, যা দেশের দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ৩৪ শতাংশ।

ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের মধ্যে আরও মার্কিন বিনিয়োগকে স্বাগত জানান এবং বলেন, তার সরকার বিদেশী সরাসরি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে পদক্ষেপ গ্রহণ করেছে।

অধ্যাপক ইউনুস কোবস এবং তার ব্যবসায়িক প্রতিনিধিদলকে বলেন, “আপনি এখানে সঠিক সময়ে এসেছেন।”

সাক্ষাৎকালে, স্টিভেন কোবসের সঙ্গে এক্সেলরেট এনার্জির উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিলেন, যেমন পিটার হ্যাস, যিনি সম্প্রতি এক্সেলরেট এনার্জিতে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে যোগদান করেছেন। এছাড়া আরও ছিলেন কোম্পানির সহ-সভাপতি ডেরেক ওং এবং রামন ওয়াংদি, এবং দেশব্যবস্থাপক হাবিব ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সচিব এবং এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডিএ) চেয়ারম্যান আশিক চৌধুরী, এবং সাইফুল ইসলাম।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাগুরায় রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করেছেন এক্সেলরেট এনার্জি-এর প্রধান নির্বাহী

আপডেট সময় : ০৭:৫৮:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এক্সেলরেট এনার্জি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস। মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান কোবোস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন। প্রধান উপদেষ্টার নেতৃত্ব গ্রহণ বাংলাদেশে ব্যবসায়িক আস্থা বাড়াবে বলেও উল্লেখ করেন তিনি।

কোবোস বলেন, “আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশে অনেক আগ্রহ দেখিয়েছে।”  তিনি আরও বলেন, “ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যসহ কিছু শীর্ষ মার্কিন কোম্পানি দক্ষিণ এশিয়ার দেশটিতে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত।”

এছাড়া, দেশের জ্বালানি খাতে এবং বাংলাদেশে ডিকার্বোনাইজেশনে কোবোস-এর কোম্পানি আরও বিনিয়োগ করার পরিকল্পনা করেছে বলেও জানান তিনি।

বর্তমানে এক্সেলরেট বাংলাদেশের দুইটি অফশোর ফ্লোটিং স্টোরেজ এবং রেগ্যাসিফিকেশন ইউনিটে বিনিয়োগ করছে। এটি ১.১ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে, যা দেশের দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ৩৪ শতাংশ।

ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের মধ্যে আরও মার্কিন বিনিয়োগকে স্বাগত জানান এবং বলেন, তার সরকার বিদেশী সরাসরি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে পদক্ষেপ গ্রহণ করেছে।

অধ্যাপক ইউনুস কোবস এবং তার ব্যবসায়িক প্রতিনিধিদলকে বলেন, “আপনি এখানে সঠিক সময়ে এসেছেন।”

সাক্ষাৎকালে, স্টিভেন কোবসের সঙ্গে এক্সেলরেট এনার্জির উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিলেন, যেমন পিটার হ্যাস, যিনি সম্প্রতি এক্সেলরেট এনার্জিতে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে যোগদান করেছেন। এছাড়া আরও ছিলেন কোম্পানির সহ-সভাপতি ডেরেক ওং এবং রামন ওয়াংদি, এবং দেশব্যবস্থাপক হাবিব ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সচিব এবং এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডিএ) চেয়ারম্যান আশিক চৌধুরী, এবং সাইফুল ইসলাম।