আপডেট সময় :
০৬:১৭:৫৪ অপরাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
৭২১
বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। আজ সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় একটি হোটেলে শুরু হয় ড্রাফট অনুষ্ঠান। যেখানে অংশ নেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মালিক, কর্মকর্তা থেকে শুরু করে অনেক সাবেক-বর্তমান ক্রিকেটাররা।
নিলাম থেকে প্রথম রাউন্ডে নাহিদ রানাকে কেনে রংপুর রাইডার্স। পরে সাইফ হাসান, সৌম্য সরকারদের নিয়ে দল ভারী করেছে রংপুর।
এবারের প্লেয়ার্স ড্রাফটে প্রথম দফায় সবার আগে খেলোয়াড় ডাকার সুযোগ পায় দুর্বার রাজশাহী। পদ্মা পাড়ের দলটি প্রথম ডাকে দলে নেয় পেসার তাসকিন আহমেদকে। ড্রাফট থেকে চট্টগ্রাম নিয়েছে শামীম হোসেন, পারভেজ হোসেন, আলিস আল ইসলামকে। খুলনা দলে টেনেছে হাসান মাহমুদ, নাইম শেখ, ইমরুল কায়েসদের।
চায়ের নগরী সিলেট স্ট্রাইকার্সের প্রথম পছন্দ ছিলেন রনি তালুকদার। পরে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকেও দলে টানে সিলেট।
ঢালিউড মেগাস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস ড্রাফট থেকে প্রথমে তুলে নেয় লিটন দাসলে। এরপর হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধদের দলে টানে তারা।
আসরের বর্তমান চ্যাম্পিয়নও ফরচুন বরিশাল ডিরেক্ট সাইনিংয়ে তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের দলে নেওয়ার পর ড্রাফট থেকে তুলেছে মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেনকে।