শিরোনাম :
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় মদ ও মালামাল জব্দ Logo সাতক্ষীরায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান: ভারতীয় মদসহ একজন গ্রেফতার Logo বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার Logo সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প Logo রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ Logo বই মাসের শ্রেষ্ঠ সারথি পুরস্কার পাচ্ছেন জয়ন্তী ভৌমিক Logo সহপাঠীদের সাথে পুকুরে সাঁতার শিখতে গিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু Logo রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প Logo সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড Logo ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন

‌‘বৈষম্যবিরোধী আন্দোলন দমনে জড়িতরা সবাই সাজা পাবে’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৪:২০ অপরাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৭৩৩ বার পড়া হয়েছে
রোববার (১৩ অক্টোবর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. মোখলেস উর রহমান বলেন, ‘আবু সাঈদ এখন ইন্টারন্যাশনাল ফিগার। আমি ভাগ্যবান, তার কবর জিয়ারত করতে পেরেছি। এই যে অভুত্থ্যান কিংবা বিপ্লব যাই বলি না কেন, এই জাতি সারাজীবন আবু সাঈদকে স্মরণ করবে। শহীদ আবু সাঈদ হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত তার পরিবারের নিরাপত্তা দেবে প্রশাসন।’

এ সময় তিনি প্রশাসনকে আবু সাঈদের পরিবারের নিরাপত্তা দেওয়ার নির্দেশ প্রদান করেন। সেইসঙ্গে আবু সাঈদের বাড়ি যাওয়ার সকল সড়ক সংস্কার ও পাকা করারও আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, ‘পাবলিক সারভেন্ট মানে জনগণের সেবক। তাই আমরা জনগণের সেবার জন্য সবসময় প্রস্তুত। আপনারা আমাদের সেবা নিবেন, পরামর্শ দিবেন। আর সাংবাদিকরা আমাদের বন্ধু। আপনারা এখন বেশি বেশি করে নিউজ করতে পারবেন।’

এর আগে বিকেল ৩টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে পৌঁছান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান। পরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি আবু সাঈদের পরিবারকে ১ লাখ টাকা প্রদান করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. আজমল হোসেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় মদ ও মালামাল জব্দ

‌‘বৈষম্যবিরোধী আন্দোলন দমনে জড়িতরা সবাই সাজা পাবে’

আপডেট সময় : ০৬:১৪:২০ অপরাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
রোববার (১৩ অক্টোবর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. মোখলেস উর রহমান বলেন, ‘আবু সাঈদ এখন ইন্টারন্যাশনাল ফিগার। আমি ভাগ্যবান, তার কবর জিয়ারত করতে পেরেছি। এই যে অভুত্থ্যান কিংবা বিপ্লব যাই বলি না কেন, এই জাতি সারাজীবন আবু সাঈদকে স্মরণ করবে। শহীদ আবু সাঈদ হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত তার পরিবারের নিরাপত্তা দেবে প্রশাসন।’

এ সময় তিনি প্রশাসনকে আবু সাঈদের পরিবারের নিরাপত্তা দেওয়ার নির্দেশ প্রদান করেন। সেইসঙ্গে আবু সাঈদের বাড়ি যাওয়ার সকল সড়ক সংস্কার ও পাকা করারও আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, ‘পাবলিক সারভেন্ট মানে জনগণের সেবক। তাই আমরা জনগণের সেবার জন্য সবসময় প্রস্তুত। আপনারা আমাদের সেবা নিবেন, পরামর্শ দিবেন। আর সাংবাদিকরা আমাদের বন্ধু। আপনারা এখন বেশি বেশি করে নিউজ করতে পারবেন।’

এর আগে বিকেল ৩টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে পৌঁছান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান। পরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি আবু সাঈদের পরিবারকে ১ লাখ টাকা প্রদান করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. আজমল হোসেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।