অন্তর্বর্তী সরকারের ২ মাস: কতটা পূরণ হলো সাধারণের প্রত্যাশা?

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৩:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ৭২২ বার পড়া হয়েছে

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দুই মাস পেরিয়ে। ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর গত ৮ আগস্ট শপথ নেয় ড. মুহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তবে দুই মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেই দাবি সাধারণ মানুষের।

নিউজটোয়েন্টিফোরের ক্যামেরায় এমনটাই জানাচ্ছিলেন তারা। তারা বলছেন, ছাত্র অধিকারে মধ্যে এখনও কিছু বৈষম্য রয়ে গেছে। একইসাথে দেশের দুর্নীতিও রয়ে গেছে যেগুলো আমাদের উপদেষ্টাগণ এখনও দূর করতে পারেননি।

এমন আরেকজনের দাবি, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আমরা ভেবেছিলাম অন্তত নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর দাম নাগালে আসবে। কিন্তু দাম তো কমেইনি উল্টো অতিরিক্ত বেড়ে গিয়েছে।

অনেকে আবার বলেন, এখনও অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সুচিকিৎসা দরকার। দেশের আইনশৃঙ্খলার অবস্থা এবং শিক্ষার অবস্থাও সুবিধাজনক অবস্থায় নেই।

সাধারণ মানুষ বলছেন, তাদের নিরাপত্তার বিষয়টা সরকারের সবার আগে ভাবা উচিৎ। একইসাথে কেউ যেন হয়রানির শিকার না হন সেদিনে সরকারের লক্ষ্য রাখা দরকার। মিথ্যা মামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।

তবে সামনের দিনগুলো অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

তবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সভায় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, পূজায় এবার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। একইসাথে দ্রব্যমূল্য শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের ২ মাস: কতটা পূরণ হলো সাধারণের প্রত্যাশা?

আপডেট সময় : ০৮:৩৩:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দুই মাস পেরিয়ে। ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর গত ৮ আগস্ট শপথ নেয় ড. মুহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তবে দুই মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেই দাবি সাধারণ মানুষের।

নিউজটোয়েন্টিফোরের ক্যামেরায় এমনটাই জানাচ্ছিলেন তারা। তারা বলছেন, ছাত্র অধিকারে মধ্যে এখনও কিছু বৈষম্য রয়ে গেছে। একইসাথে দেশের দুর্নীতিও রয়ে গেছে যেগুলো আমাদের উপদেষ্টাগণ এখনও দূর করতে পারেননি।

এমন আরেকজনের দাবি, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আমরা ভেবেছিলাম অন্তত নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর দাম নাগালে আসবে। কিন্তু দাম তো কমেইনি উল্টো অতিরিক্ত বেড়ে গিয়েছে।

অনেকে আবার বলেন, এখনও অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সুচিকিৎসা দরকার। দেশের আইনশৃঙ্খলার অবস্থা এবং শিক্ষার অবস্থাও সুবিধাজনক অবস্থায় নেই।

সাধারণ মানুষ বলছেন, তাদের নিরাপত্তার বিষয়টা সরকারের সবার আগে ভাবা উচিৎ। একইসাথে কেউ যেন হয়রানির শিকার না হন সেদিনে সরকারের লক্ষ্য রাখা দরকার। মিথ্যা মামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।

তবে সামনের দিনগুলো অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

তবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সভায় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, পূজায় এবার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। একইসাথে দ্রব্যমূল্য শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।