সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণের কাজ শেষ করার ব্যাপারে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ।
রোববার দুপুরে চামড়া খাতের উদ্যোক্তারা অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে উপদেষ্টা এই আশ্বাস দেন। বৈঠকে উদ্যোক্তারা জানান, সাভারের হেমায়েতপুরে ট্যানারি পল্লীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ এর শেষ না হওয়ায় বৈশ্বিক লেদার ওয়ার্কিং গ্রুপ এর সনদ পাচ্ছে না। যে কারণে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে চামড়া রপ্তানি করতে পারছেন না তারা। তাই কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি নির্মাণের কাজ শেষ করার দাবি জানান ব্যবসায়ীরা।
এসময় বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়া সম্ভাবনাময় খাত। এটা কাজে লাগাতে সরকার পদক্ষেপ নেবে।




































